আমার জীবনটা যদি আমার লেখা গল্পের মতো সুন্দর হতো!
সেখানে একটা পরিশ্রমী ছেলে থাকতো, একটা সুন্দর পরিবার থাকত, ভালো একটা ক্যারিয়ার থাকত, মোটা বেতনের চাকরী থাকত, গাড়ী থাকত, বাড়ি থাকত, আরও..... আরও..... অনেককিছু, আর সেই অনেককিছুর সাথে চেনা একটা আপনজন দিনশেষে যার কাছে এসে সারাদিনের ক্লান্তিগুলো স্নেহ, মায়ায়, ভালোবাসায় মিলিয়ে যেত।
আমার জীবন যদি আমার লেখা গল্পের মতো সুন্দর হতো!
মায়ের বকা, বাবার গালাগাল শুনে ঘুম থেকে উঠে অফিস যাওয়া, ফেরার পথে বাড়ির জন্য দুহাত ভরে বাজার, আর মায়ের জন্য একটা শাড়ি। শাড়ি দেখে খুশি হয়ে যাওয়া মায়ের হাতে এককাপ রঙ চা কিংবা বাবার সাথে বসে একসাথে খেলা দেখার আনন্দ!
আহা! আমার জীবন যদি আমার লেখা গল্পের মতো সুন্দর হতো!
সেখানে একটা অভিমানী মেয়ে থাকত। কিছু হলেই আমার সাথে কথা বলা বন্ধ করে একাকী ফুপিয়ে কাঁদতো। বাড়ী থেকে জোর করে বিয়ে দিতে চাইলে আমার হয়ে মা বাবার সাথে ঝগড়া করত, কিন্তু বিয়ের আসর থেকে কনে সাজে পালিয়ে এসে বলত, "চলো বিয়ে করি। প্রথম রাতটা গাছতলায় থেকে পরের দিন একটা ছাদ খুঁজে নেব।
আহ! আমার জীবনটা যদি আমার লেখা গল্পের মতো সুন্দর হতো!
একটা ছোট্ট পরিবার বাবা মায়ের সাথে খেলতে থাকা আমার একমাত্র মেয়ে, সকাল বেলা বউয়ের হাতে বানানো ধোঁয়া ওঠা এক কাপ গরম চা আর চা শেষ হবার আগেই হাতে ধরিয়ে দেয়া একটা বাজারের ফর্দ। নিপুন হাতে হিসেব করে লেখা, কোন হিসেবী মেয়ের বানানো ফর্দ।
আহা! আমার জীবনটা যদি আমার লেখা গল্পের মতো সুন্দর হতো!
অনিক মাহফুজ
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০১