শেষবারের মতো আর একটিবার তোকে দেখতে চেয়েছিলাম।
তোর উষ্ণ হাতের স্পর্শ পেতে চেয়েছিলাম।
তোর ওষ্ঠে হাসির একটু রেখা দেখতে চেয়েছিলাম।
একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম শেষ আলিঙ্গনে।
এ জন্মের মতো ঘর বাঁধার সাধ ধূলিস্যাৎ হলো আজ।
যত কথা জমিয়েছিলাম কবিতায় আর গানে
এক নিমিষেই ভেসে গেল সব স্রোতস্বিনীর টানে।
জানিনা, তোকে আবার দেখব কবে!
হয়তো মেঘের ওপারেই দেখা হবে।
জানিনা, আবার কবে দেখব তোর বাকাঁ ঠোঁটের হাসি।
সখি, আমি জনম জনম ধরে শুধু তোকেই ভালবাসি।
হৃদয়ের কোনে নিভৃতে গোপণে রেখে দিয়েছি তোর একখানি ছবি।
এ জন্মে না হয় নাই পেলাম,
ও জন্মে তুই আমার হবি।
অনিক মাহফুজ
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১২:০৮