আমি জানি তুই কোনদিন আমার হবি না।
তবুও তোকে নিয়ে এক সমুদ্র পাড়ি দেবার স্বপ্ন দেখি প্রতিদিন।
তোর হাত ধরে আল পথ দিয়ে এঁকেবেঁকে হাঁটার স্বপ্ন দেখি।
পূর্ণিমার আলোয় স্নান করার স্বপ্ন দেখি।
নৌকায় করে মাঝ নদীতে ভেসে যাবার স্বপ্ন দেখি।
একটু একটু করে ঘর বাঁধি বালুচরে।
কিন্তু, ওতো তাসের ঘর। ভেঙে যাবে চোখের পলকে।
আমি জানি আমার আকাশে কখনও রবি হাসবেনা।
তারপরও অরুনোদয়ের আশায় বসে থাকি।
না বোনা স্বপ্নের জালে জড়াতে থাকি।
পথহারা পথিকের মতো পথ খুঁজতে থাকি।
আলেয়াকে আলো ভেবে নিয়ে তার পেছনেই ছুটতে থাকি বারবার।
আমি জানি এসবই বৃথা, সবই কেবল ফাঁকি।
তোকে নিয়ে লেখা কবিতা তাই অসমাপ্তই রাখি।
অনিক মাহফুজ
০৭/০২/১৫
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৮