বাংলা ভাষায় "পড়া" এবং "পরা" এই শব্দদুটির ব্যবহার
নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। কখন "ড়"
এবং কখন "র" হবে এটা নিয়ে সবার মধ্যেই কাজ
করে দ্বিধাদ্বন্দ্ব আর অজ্ঞতার
কারণে বাংলা বানানে হয়ে যায় অনিচ্ছাকৃত ভুল।
আজকের সংক্ষিপ্ত আলোচনায় এই ভুল এড়ানোর
চেষ্টা করব এবং ব্যবহার
নিয়ে সংক্ষেপে আলোচনা করব।
|পরা|
১. পরমা বা মুখ্যা অর্থে ব্যবহৃত হয়।
২. পরিধান করা না দেহে ধারণ করা অর্থে "পরা"
লিখতে হবে। যেমন : কাপড় পরা।
৩. আতিশয্য বা বৈপরীত্য বুঝাতেও পরা লিখতে হবে।
যেমন : পরাক্রম বা পরাজয়।
এবার আসা যাক "পড়া" প্রসঙ্গে। এর ব্যবহার বহুমাত্রিক। এই বহুমাত্রিকতাই হয়তোবা দ্বিধাদ্বন্দ্বের কারণ
হতে পারে। তবে সঠিক জ্ঞান এই সমস্যার সমাধান
করে বাংলা ভাষার মর্যাদাকে সমুন্নত রাখতে পারে।
আমার সীমাবদ্ধ ও সামান্য জ্ঞানে এর সমাধান নিয়েই
বাক্য ব্যয় করব। আসুন দেখি....
|পড়া|
১. অধ্যয়ন করা বুঝাতে। যেমন : সে পড়ছে।
২. পতিত হওয়া বুঝাতে। যেমন : গাছ থেকে পড়া।
৩. স্মরণ বা উদয় হওয়া বুঝাতে। যেমন : মনে পড়েছে।
৪. আবদ্ধ বা ধরা পড়া বুঝাতে। যেমন : চোর ধরা পড়া
৫. শরীর এলিয়ে দেওয়া বুঝাতে। যেমন : শুয়ে পড়া।
৬. ধরা বা লাগা বুঝাতে। যেমন : মরিচা পড়েছে।
৭. বিবাহিত হওয়া বুঝাতে। যেমন : মেয়েটি বড়
ঘরে পড়েছে।
৮. আক্রমণ হওয়া বুঝাতে। যেমন : ডাকাত পড়েছে।
৯. আক্রান্ত হওয়া বুঝাতে। যেমন : রোগে পড়া।
১০. সূচনা বা আরম্ভ হওয়া বুঝাতে। যেমন : শীত পড়েছে।
১১. ঝরা বা নিঃসৃত হওয়া বুঝাতে। যেমন : বৃষ্টি পড়া।
১২. মূল্য বা দাম হ্রাস হওয়া বুঝাতে। যেমন : সবজির দাম
পড়ে গেছে।
১৩. বিপদগ্রস্ত বা বিপন্ন হওয়া বুঝাতে। যেমন :
বিপদে পড়া।
১৪. নত হওয়া বুঝাতে। যেমন : পায়ে পড়া।
১৫. উৎপাটিত হওয়া বুঝাতে। যেমন : দাঁত পড়েছে।
১৬. পশ্চাৎপদ হওয়া বুঝাতে। যেমন : পিছনে পড়া।
১৭. ব্যথিত বা খরচ হওয়া বুঝাতে। যেমন : দাম কত পড়ল?
১৮. শান্ত হওয়া বুঝাতে। যেমন : রাগ পড়া।
১৯. মিলিত হওয়া বুঝাতে। যেমন : নদী সাগরে পড়েছে।
২০. সৃষ্ট হওয়া বুঝাতে। যেমন : ছানি পড়া।
২১. জনশূন্য থাকা বুঝাতে। যেমন :
বাড়িটি খালি পড়ে আছে।
২২. আছাড় খাওয়া বুঝাতে। যেমন :
পা পিছলে পড়ে গেছে।
২৩. অবনতি হওয়া বুঝাতে। যেমন : তাদের
অবস্থা পড়ে গেছে।
২৪. বিগলিত হওয়া বুঝতে। যেমন : গলে পড়া।
২৫. বাকি পড়া বুঝাতে। যেমন : অনেক
টাকা বাকি পড়ে আছে।
২৬. অবসান প্রাপ্ত হওয়া বুঝাতে। যেমন :
বেলা পড়ে গেছে।
২নং ছাড়া বাকি ২৫টি বিশেষ্য পদ আর ২নং হল
ক্রিয়া পদ। আরও দুটি ক্রিয়া পদ হল পাতিত
করা এবং ধরানো (যেমন : ছাতা পড়ানো) অর্থে ব্যবহৃত
হলে।
নিচের অর্থদুটি বিশেষণ পদে ব্যবহৃত হয়।
# অকর্ষিত বা অনাবাদি হওয়া বুঝালে। যেমন :
পড়া জমি।
# পরিত্যক্ত হওয়া বুঝালে। যেমন : পড়া মাল।
অনিক মাহফুজ
৬/১১/১৩