অনেক দিন থেকেই আমরা সবাই বরাবরই একটি বিষয়ে বেশ আশায় আছি কখন ইন্টারনেট টা সবার হাতের নাগালে আসবে। কখন ইন্টারনেট প্যাকেজের দাম কমবে। কিন্তু আশায় আশায় দিন গুণলে কি আর হবে??
গত কয়েক দিন থেকেই ফেইসবুকে একটা পোস্ট বিভিন্ন ছোট বড় সকল পেইজে ফলাও করে দেয়া হচ্ছে। পোস্ট টির ভাষ্যমতে বাংলাদেশের অপারেটরগুলো মাত্র ১০-১৫ টাকায় ১জিবি ইন্টারনেট সরকার হতে ক্রয় করে কিন্তু আমরা সাধারণ গ্রাহকরা সেইটা পাচ্ছি ৩০০ থেকে ৩৫০ টাকায়!! যদি তথ্যটি সত্য হয়ে থাকে তবে একে আমার কাছে ব্যাংক ডাকাতির চেয়ে কম মনে হয়না! কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগলো এখন পর্যন্ত কোথাও কোন পোস্ট দেখলাম না যাতে বলা হয়েছে আমরা আন্দোলন করতে যাচ্ছি! সবাই বলল আন্দোলন প্রয়োজন!! এইডা কিছু হইলো? যদি পোস্ট করার উদ্দেশ্য হয় শুধু লাইক পাওয়ার জন্য তবে এসব পোস্ট কোন উপকারে আসবে না।
এই মুহুর্তে আমাদের কি করা উচিত :
অনেক দিন ফেইসবুকে বহু ঝড় তুলেছেন, ভাল কথা কিন্তু যদি এই ফেইসবুকে বসে থেকেই ভাবেন দাবি পূরন হয়ে যাবে, তবে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন! এখন সময় হয়েছে আন্দোলন করার। প্রাথমিক পর্যায়ে আমরা প্রেসক্লাবে বা কোন নির্দিষ্ট স্হানে মানব বন্ধন কর্মসূচি দিতে চাই। এবং পরবর্তীতে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
আমাদের দাবি গুলো কেমন হওয়া উচিত :
১) সর্বচ্চ ৫০ টাকায় ১ জিবি ইন্টারনেট।
১) সর্বচ্চ ২০০-২৫০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট।
৩) কোন ভ্যাট বা ট্যাক্স ইন্টারনেটে থাকবে না।
৪) কোন ফেয়ার ইউজ পলিসি বা ইন্টারনেটের মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য বেধে দেয়া যাবে না।
৫) কোন লুকোনো ট্রিক্স থাকবে না।
আন্দোলন কর্মসূচীর নির্দিষ্ট সময় এবং স্হান সকলের সাথে কথা বলে ঠিক করা হবে। তবে সম্ভাব্য তারিখ আগামী মাসের প্রথম সপ্তাহে এবং স্থান প্রেসক্লাবে হতে পারে। আন্দোলনের সকল আপডেট পাওয়ার জন্য এই পেইজটি লাইক দিয়ে কানেক্টেড থাকুন।
৫০ টাকায় ১ জিবি নেট চাই
সময় এসেছে আন্দোলনের, সময় হয়েছে সিদ্ধান্ত নেয়ার আর কতোদিন আমারা এদের রক্ত খেতে দিব!
আমি এই বিষয়ে সামহয়ারইন ব্লগের সিনিয়র ব্লগার ভাই বোনদের কাছে হাতজোড় করে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। এই কর্মসূচি বাস্তবায়নে সহোযোগীতা করার জন্য!
আমাদের একটাই স্লোগান :
৫০ টাকায় নেট চাই,
বসে থাকার সময় নাই!
চল মোরা আন্দোলনে যাই!
সবাই আছেনতো আমাদের সাথে??
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯