মাঝরাতে কোন কারন ছাড়া, কোন ভূতের ডাকে সাড়া দিতে যে ল্যাপটপটাতে ওয়াইফাই ওন (পড়ালেখা-কাজকর্ম করা হয়না বলে, ওয়াইফাই এর বাটনটা সেচ্ছায় অফ রাখি ) করেছিলাম জানা নাই। ঢুকতেই দেখি, বন্ধু গুগলের জন্মদিন। Happy Birthday, Google. (নিজেই দিলাম ফাঁদে পারা।
অন্যকেউ হলে খুশি হতাম কিনা জানিনা, গুগলকে সত্যই বন্ধু মনে হয় বলে নিজের অজান্তেই ভালো লেগে যায়।টাচ্ প্যাডে, আঙ্গুলের ছোয়া লাগতেই দেখি, বড়লোকের ছেলেপেলেদের জন্মদিনের মতো, আমাদের মনরন্জনের ব্যবস্থা করা আছে।তাহলে আর জন্মদিনের শুভেচ্ছা না জানাই কি করে?
কিন্তু নিজের অজান্তেই ভুলটা করে ফেললাম। আমি খুব সচেতনভাবে এধরনের গেম এড়িয়ে চলি। এরা আমার মাথায় জোঁকের মতো সেঁটে যায়।
আজও হলো তাই। সারা দিন দুই-এক পাতা পড়ার ফাঁকে কেবল এই চকলেট সংগ্রহের নেশায় আমার কাজ-কর্ম শিকায় উঠায় মতো অবস্থা। কপাল ভালো, আমার উপর নির্ভর করে কেউ খাওয়ার আশায় বসে নেই। থাকলে নির্ঘাত কপালে মাইর ছিল।
গেলবছর, লন্ডন অলিম্পিক চলাকালে, পারলে আমার অফিসমেট আমাকে ঘর থেকে ভাগায় এমন অবস্থা। এই খেলার চক্করে পরে, আমি সারাক্ষন জোরে জোরে কিবোর্ডে বারি দেই, আর তাকাই আশপাশ, যেন ব্যাটা প্রফ্ আবার দেখে ফেলে কিনা ।
আর আজ কেবল, নিজের রেকর্ড ভাঙ্গবার চেষ্টায় দিন শেষ।
রাতে ঘুমবার আগে উঠলো ১১৪, তারপর আর তো ওঠেনা। সকালে কোন ১১০, তারপর আবার মন্দাবস্থা।এখন আমার নিজের করা রেকর্ড ১৪৯। দেখি আর কতদুর যাওয়া যায়....।বন্দবব
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০