আমার চারপাশের এই পৃথিবীটা খুব ছোট হলেও, সেখানে লক্ষীপূজার খীচুরীর স্বাদ আমি নিয়েছি - শবেবরাতের পর মায়ের বানিয়ে দেয়া হালুয়ার ভাগ দিয়েছি আমার ক্লাসমেটদের, কেউ ফিরিয়ে দিয়েছিল বলে মনে পরেনা। ক্লাসের দাড়িওয়ালা ছেলেটাকেও কোনদিন অন্য ভাবে দেখিনি - কট্টপন্থীকে "কাট মোল্লা" বলে গাল দিয়ে, চা খেয়েছি পাশে বসে - মাদ্রাসায় পড়া চাচাত ভাইকে ভাত বেড়ে খাইয়েছি - আমার বির্ধমী বন্ধুকে বলেছি সন্ধ্যায় বাড়ি পৌঁছে দিতে। ঝর্না বড়ুয়ার মাকে তো কোনদিন "আদাব" দিতে ভুল হয়নি, সমীর চক্রবর্তী স্যার তো কোনদিন গান শেখানোতে অযত্ন করেননি। আমার চাচা তো কোনদিন আমাকে বলেনি নেকাব পড়তে।
কোনদিন ওরা কেউ ওদের সীমানা আলাদা করেনি। আর এটাই আমার সবচেয়ে বড় বিশ্বাস, আমার দেশটা লিবিয়া, সিরিয়া কিংবা মিশর হবেনা। আমরা কোনদিন আমাদের মাকে ছেড়ে যাবনা, ভাগ করবো না মাকে ধর্মের দোহাই দিয়ে। তেমনি দাড়িওয়ালা ভাইটার জন্যও সুরা ইয়াসিন পড়বো, ওর আত্নার মাগফেরাত কামনা করে।
আশা রইলো সৃষ্টিকর্তা, নির্বোধকে জ্ঞান দেবেন, শক্তিশালীকে দায়িত্ববোধ দেবেন, শাষককে দেশপ্রেম দেবেন - সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করার মত ক্ষমতা দেবেন আর আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করবেন। সর্বোপরি, রক্ষা করবেন এই সংকট থেকে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ রাত ১২:২৩