যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই নারী নিয়ে পুরুষের কিছু কথা শুনতে আমার খারাপ লাগত।
ইদানিং অনলাইন নিউজ নামক চটি সাইটগুলোত পাওয়া যায় যে দশটি গুন দেখে নারীরা প্রেমে পড়েন আরও কত কি কিছু খেকশেয়াল এগুলো গোগ্রাসে গেলে।
অনেকের মুখ থেকে অথবা ফেইসবুক পোষ্ট এ দেখতে পাই কিছু অনুচিত কথা।
যদি গাছে টাকা ধরত তাহলে মেয়রা গাছকেই বিয়ে করত।
নারীরা ছেলেদের মন বুঝেনা শুধু টাকা বুঝে।
নারীরা ছলনাময়ী কালনাগীনি ইত্যাদি যা বলে শেষ করা যাবেনা।
তুমি হলে খালি কলসী আর মেয়েরা তোমার হাতে জীবন সব তুলে দেবে নারী কি বাজারের মোয়া।
আচ্ছা আপনি বলুন আপনার বোন অথবা মেয়েকে বিয়ে দিতে সময় কি ছেলেটার ব্যাকগ্রাউন্ড চ্যাক করবেননা, যোগ্যতা ব্যাতিত কারো হাতে তুলে দিতে পারবেন?।
মেয়েরা যার হাতে সব কিছু তুলে দিবে তার দায়িত্ব পালনের যোগ্যতা আছে কি নাই জানার কি তার কোন অধিকার কি নাই? নিজের ভালমন্দ চিন্তা করার কি কোন অধিকার নাই।
কোন ছেলের প ক্ষে একটা কষ্ট চিন্তাধারা বোঝা কোন ভাবেই সম্ভব না।
একটা মেয়ের উপর ফ্যামেলির যতটুকু প্রেশার থাকে ১ভাগ ও কোন ছেলের উপর থাকেনা।
হ্যাঁ আমি মানি মেয়েদের কিছু সমস্যা আছে যেগুলো তারা নিজের অজন্তে করে ফেলে এটা প্রাকৃতিক।
আমার মতে তাদের স্যক্রিফাইস এর কাছে এই ভূলগুলো কিছুই না।
নারী ঐ শব্দদারী কে বলা হয় যে দিনের ২৪ ঘন্টার ঘুম ব্যতিত বাকি সময়টুকু ডিউটি দিতে হয়।
আপনি কি কিছুদিন কিচেনে লাগাতার কাজ করেছেন? না করলে কিছুদিন করুন বুঝে যাবেন নারী কি কষ্ট ভোগ করেন।
আর বাকী কষ্ট গুলো বলে কষ্ট বাড়িয়ে লাভ নেই।
সব বিষয়ে আলোচনা করতে গেলে আমাকে সব কাজ ছেড়ে এখানেই পড়ে থাকতে হবে।
রাখলাম ভাল থাকবেন সবাই।