এখন ফুটবল জগতে শুধু ২ জন ঈশ্বর। মেসি আর রোনাল্ডো। সবাই তাদেরকে নিয়ে গুণগান করে। মাঠের পারফরম্যান্সের মাধ্যমে একে অপরকে জবাব দিচ্ছেন। কিন্তু তাদের অলিখিত যুদ্ধে আজ শুধু তৃতীয় ব্যক্তি নয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সহ আরও অনেকে ঢুকে পরেছে। সবার সাথে মেসি আর রোনালদোর পার্থক্য হচ্ছে তারা দুজন সেরা। বাকিরা সেরার কাছাকাছি। নেইমার, গেরেথ বেল, গোটশে, রিউস, লেয়ানডভস্কি, সুয়ারেয, মুলার, মান্দজুকিচ। এরা সবাই ভালো। এরা হালের ক্রেজ। এদের মধ্যে আবার নেইমার এবং বেল- এই ২ জনকে নিয়ে দ্বন্দ্ব হয়। কিন্তু আমাদের জন্য আছে আরো কিছু অসাম সালা পারফর্মার। কানালেস, তেয়ো, থিয়াগো, ক্রিস্টিয়ান বেনটেকে, উইলফ্রেড যাহা, গানসো, এস্তেবান সোসা। এরা হল তরুন ফুটবলার। সবার বয়স ১৮ থেকে ২২ এর মধ্যে। আশা করি মেসি, রোনাল্ডো সবসময় সেরা থাকবে। বাকিরা শুধু ওদের ফলো করবে।
