আমি অফলাইনে বসেই পোস্ট পড়ি বেশি।কমেন্ট করি খুব কম।যে কারনে কোন ব্লগারের সাথে মনোমালিন্যের ঘটনা কখনো ঘটেনি।
ব্লগার রোদঁশী আজ সূর্যালোক নামে একটি পোস্ট দেন যেটি ছিল একটি ভৌতিক গল্প।
ব্লগার টিনটিন গল্পটা পড়ে কমেন্ট করেন যে এটি অনেক ভাল একটি "মৌলিক" গল্প।এরপর আমি একটি কমেন্ট করি যা ছিলঃ
বছর ৪-৫ আগে এনটিভি অথবা একুশে টিভি অথবা চ্যানেল আই
এই ৩ চ্যানেল এর যেকোনো একটাতে(কোনটি সঠিক ভাবে বলতে পারছি না বলে দুঃখিত)একটা নাটক প্রচারিত হয়েছিল যার নাম ছিল "অভূতপূর্ব"।এবং সেই নাটকের কাহিনি ছিল সূর্যালোক গল্পের অনুরূপ।দু-একটা পরিবর্তন ছিল যেটা আপনি আপনার গল্পে উল্লেখ করেননি।
মোস্তফা সরয়ার ফারুকির "৬৯" নাটকের কথা কি আপনার মনে আছে?নাটকে তিশার পাংকু টাইপের এক বয়ফ্রেন্ড ছিল,যার আসল নাম হল "অনম"(যতদূর মনে পড়ে)।
অভূতপূর্ব নাটকে শুভ্রর ভূমিকায় অভিনয় করেছিলো এই অনম।
তনিমার ভূমিকায় ছিল "খোঁজ-দ্য সার্চ" খ্যাত ক্যাপ্টেন ববি ।শিলার ভূমিকায় যে অভিনয় করেছিল তাকে আমি এই নাটকেই প্রথম দেখি এবং এখানেই শেষ।
এই কমেন্টটা দিয়ে আপনাকে ছোট করতে চাচ্ছি না।আপনিও দয়া করে তা মনে করবেন না।আমি এই কমেন্টটা করতাম ই না যদি আপনি টিনটিনের কমেন্টের উত্তরে বলে দিতেন যে এটা মৌলিক গল্প না।
ব্লগে আপনারা বেশ কয়েকজন আছেন,যারা খুব ভাল ভৌতিক গল্প লেখেন।ব্যক্তিগতভাবে আপনাদের সাথে পরিচয় না থাকলেও আপনাদেরকে আমি অত্যন্ত পছন্দ করি।এ কারণেই আমি চাই আপনাদেরকে কেউ যেন নকলবাজ না বলে।
ভাল থাকবেন।
বিঃদ্রঃ কমেন্টটা বড় হয়ে গেল বলে দুঃখিত।
কমেন্ট করার কিছুক্ষন পরে দেখি আমার কমেন্ট গায়েব এবং এই লেখাটা দেখাচ্ছে যে,"লেখক এই পোস্টে কোন কমেন্ট গ্রহন করবেন না"।এর মানে কি?আমাকে কি ব্লক করেছে নাকি?
ব্লগে লেখালেখি করি খুব কম।কোনদিন চিন্তাও করি নাই যে কারও নিন্দা করে পোস্ট দিতে হবে।কিন্তু ব্লগার রোদঁশী আমাকে বাধ্য করলেন।।।।।
ধিক সেই লেখককে যে অন্যের লেখা নিজের বলে চালায় এবং সেটা নিয়ে কিছু বললে কমেন্ট মুছে দেয়।।।।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৩