৯ সেপ্টেম্বর ২০০৮। আমি সেদিন ছিলাম আমার চাচার বাসায়। সাথে আম্মুও ছিল। রাত ১১টা।হালকা মেজাজে আপু আর ভাইয়ার সাথে তাস খেলছিলাম। মনে মনে ভাবছিলাম, সবাই কতো হেসে হেসে কথা বলছে, সাহস দিচ্ছে কালকে রেজাল্ট খারাপ হলে এরাই আমাকে বাঁশ দিবে !!!
রেজাল্টের আগে পরীক্ষার আগের কিছু ঘটনা বলে নেই।
ছাত্র হিসাবে আমি গাধা না হলেও খুব ভাল কখনই ছিলাম না। স্কুল লাইফে যেটুকু পড়াশোনা করেছিলাম, কলেজ এসে সেটাও ছেড়ে দিয়েছিলাম।খুব মনে পরে কলেজের শেষ দিনগুলোর কথা। খুব বেশি অমনোযোগী ছিলাম আমি। টেস্ট পরীক্ষার কিছুদিন বাকি থাকলেও টিভি রুমে ( আমি কলেজ হোস্টেলে থাকতাম) গিয়ে খেলা দেখা, মুভি দেখা কিংবা সন্ধ্যার আগে একটু ঘোরাঘুরি হরদম চলতো। রাত হলে ললনাদের(সখিনা,রহিমা,জরিনা,কুলসুম) সাথে মোবাইলে কথা বলা কিংবা আমার রুমমেট আলতাফের ওয়াজের সুরে পড়া রসময় গুপ্ত তখন প্রাত্যহিক রুটিন ছিল
ক্যাম্ব্রিয়ান কলেজে যারা হোস্টেলে থাকতো তাদের জন্য বিষয় ভিত্তিক এক্সট্রা টিচারের ব্যবস্থা ছিল। প্রতিদিন সন্ধায় হোস্টেলে কয়েকজন করে স্যার আসতেন। যেই আসুক না কেন আমি আমি তাকে দেখিয়ে দেখিয়ে (ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী) ঠিক এইভাবে একই লাইনই পড়তাম। পরে স্যার চলে গেলে পড়াশোনা আবার বন্ধ
আমার মনে আছে আমি বেশির ভাগ সময় রসায়ন ২য় পত্রের বইটা খুলে বসে থাকতাম। রসায়ন ২য় পত্রকে বলতাম গুরু তুমি বশে আসো, বশে আসো। গুরু আমার বশে আসাতো দুরের কথা, বেশীরভাগ সময় বাঁশ দিতো। আছোলা লম্বা বাঁশ উল্লেখ্য আমাদের কলেজে রসায়ন ডিপারমেন্টের স্যাররা একটু বেশি জ্বালাতন করতো।
প্রিটেস্ট পরীক্ষায় পদার্থ বিজ্ঞানে ফেইল করেছিলাম। তাই পদার্থ নিয়েও যে খুব সুখে ছিলাম তা না। পদার্থের চাপে আমার নিজেকে মাঝে মাঝে অপদার্থ লাগতো নিজেকে প্রায়ই সান্ত্বনা দিতাম failure is the pillar of success. কিন্তু কলেজ জীবনে এত বেশি পিলার গেড়েছি যে হাটার জায়গা ছিল না।
ম্যাথ এবং বায়োলজির অবস্থা মোটামুটি থাকলেও বাকি ডিপার্টমেন্ট গুলোর যন্ত্রণায় শেষ ভরসা বলে কিছু থাকলো না। যত পরীক্ষার দিন সামনে আসতে লাগলো আমার অবস্থা যেন বেশি খারাপ হতে লাগলো।আল্লাহ্র অশেষ কৃপায় ৩.৮০ পেলাম টেস্টে। আমি যে কি খুশি হয়েছিলাম সেদিন বলার অপেক্ষা রাখে না। কলম্বাস আমেরিকা আবিস্কার করেও এতবেশি খুশি হয় নাই
যাইহোক এইচ এস সি পরিক্ষা শুরু হলো। ভাগ্যক্রমে আমার সিটটা মাঝের দিকে পরেছিল। (আমার নিজের যোগ্যতা+ আশে পাশের বন্ধুদের সাহায্য )= আমার পরিক্ষা বেশ ভালই হলো। প্রতিটা বিষয়ের পরিক্ষা শেষ হবার পরে নিজের কনফিডেন্স অনেক বেড়ে যাচ্ছিলো। এবার রেজাল্টের পালা !!!!
১০ সেপ্টেম্বর ২০০৮। সকাল ৯টার সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার একটু পরেই কলেজ থেকে ফোন আসলো দুপুর ১২টার মধ্যে কলেজ ড্রেস পরে কলেজে উপস্থিত থাকতে হবে। আমাদের কলেজের ড্রেস ছিল কালো শার্ট, কালো প্যান্ট, কালো টাই এবং কালো জুতা। পুরাই RAB যাইহোক নতুন সমস্যা বাধল ড্রেস কই পাবো। কতো আগে কলেজ শেষ করেছি, তখনকি আর ড্রেসের হিসাব কেউ রাখে? খালার কাছে শুনলাম কলেজের শার্ট নাকি তার বাসায় (উত্তরা)। আর জুতা আর প্যান্ট আমার মেসে ধানমন্ডি ১৫ (কলেজের হোস্টেল ছেড়ে দেবার পরে আমি কিছুদিন মেসে ছিলাম)। আর আমি তখন আমার চাচার বাসা পুরান ঢাকায়। অস্থির অবস্থা। মেস থেকে কালো জুতা, কালো প্যান্ট পড়ে আমার খালার বাসা উত্তরায় আসলাম। কালো জুতা, কালো প্যান্ট পরে যখন কলেজের উদ্দেশে রওনা দেবো তখন অলরেডি ১টা বাজে। আম্মার সাথে বাসে উঠেসি ততক্ষণে । আমার ছোট ভাই আগে থেকেই কলেজে ছিল। ও আমাকে ফোন করে জানালো আমি A+ পেয়েছি
ঠিক বুঝলাম না ভুল শুনলাম নাকি। পরে বাংলা ডিপার্টমেন্টের রায়হান স্যার এর কাছ থেকে শিওর হয়ে নিলাম। বাসের মধ্যে রেসাল্ট পেলাম। এমন অনুভুতি আসলে মুন্নি সাহা ও বুঝবে না।
আজ বাংলাদেশ থেকে অনেক দূরে। কলেজ লাইফের সব বন্ধুকে ভীষণ মিস করি। কয়েকজনের কথা না বললেই না। অভি, শফিক, তাৌহিদ, আলতাফ, মামুন, রনি, এহসান, আমজেদ মামা, মুসনাদ, মিতুল, কে জহির, ভি তনু ,সাইফুল,পলাশ, তমাইল্লা, মাইনক্যা, হাতি ধ্রুব, কবির ভাই, শিশির, উচ্ছাস,রায়হান, জুবায়ের,রাসেল, সিঙ্গারা বণিক, তুষার, শিমুল, ফজলে রাব্বি, অপু, চেলিম, সৌরভ, জয়, শ্বশুর আব্বা (আলমগির), ঋতু, লুইচা সাজিদ, ইমরান, পিএম রাজিব (অনেকের নাম এখন মনে আসছেনা)
কিছু কিছু স্মৃতি খুব তারা করে ফেরে। তমাইল্লা, মাইনক্যা, ধ্রুব আমার হোস্টেল লাইফের একদম প্রথম দিকের রুমমেট ছিল। একসাথে চানাচুর মুড়ি , সারারাত তাস খেলা কিংবা হাতি ধ্রুবের আমাদের গায়ের উপরে লাফাইয়া পড়া অভির সাথে স্টোর রুমে সারারাত আড্ডা মেরে কাটিয়ে দেওয়া খুব বেশি মিস করি। ভি তনুর ফ্যান সহ রেডিওটা আমাদের হোস্টেলে ২-৩য় তলার বাসিন্দাদের মনে হয় একমাত্র বিনোদনের উৎস ছিল সব কথা বলে শেষ করা যাবে না। উঠি এখন
আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম !!!!!
HSC Result of Cambrian college. Science:853 A+ ,Business Studies=89 A+. Total= 942 . 7th Position in Dhaka Board.
২০১৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য আমার শুভ কামনা রইলো
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৮