কখন বুঝবেন যে আপনি আপনার প্যাশন খুজে পেয়েছেন?
১। যখন চাকরিতে আপনি এত ভালো লাগা পাবেন যে এটাকে আপনার শখ থেকে আলাদা করতে পারবেন না।
২। আপনি যা করবেন তাতেই উৎসাহ বোধ করবেন।
৩। সকালে এলার্ম বাজার আগেই আপনি উঠে যাবেন এটা করতে, আর সারা দিন এটা করলেও আপনার ক্লান্তি বোধ হবে না।
৪। কঠিন পরিশ্রম করতে পারবেন আর সময়ের কোন হিসেব থাকবে না।
৫। সামান্য অগ্রগতি ও আপনাকে অনেক আনন্দ দিবে।
৬। যখন ঘুম থেকে উঠেন আর ঘুমাতে যান আপনি তাই ভাববেন।
৭। আপনি হাল ছাড়েন না।
৮। এটা করার সময় আপনার মাথায় অন্য কিছু করার কথা থাকেই না।
৯। টাকা আপনার প্রাথমিক উদ্যেশ্য নয় (যদি টাকা উপার্যন আপনার প্যাশন না হয়)
১০। এটা করতে আপনাকে কেউ এসে বলা লাগে না। আপনার ভিতর থেকেই আগ্রহ আসে
#Quora থেকে বাংলা অনুবাদ করেছি।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭