গত দশ বছরে ডিভোর্স দিগুন হয়েছে আর সেপারেশন হয়েছে তিন গুন।
#আজকের ডেইলি স্টার এর প্রথম পাতার খবর।
প্রসংগক্রমে একটা হাদিস মনে পরলো। মিশকাত শরিফের হাদিস।
শয়তান প্রতিদিন সমুদ্রের উপর তার সিংহাসন নিয়ে বসে। আর সারাদিন তার চেলা চামুন্ডারা কে কি তার হিসেব নেয়। সবাই তাকে হিসেব দেয় কি করেছে সারাদিন। যে যত বড় পাপ করাক না কেন শয়তান তাদের কাওকেই প্রশংসা করেনা। এটা দেখে একজন চুপ করে বসে থাকে কারন সে যা করেছে তার কাছে মনে হয় এটা কিছুই না। কারন আরো অনেক ভালো কিছু করেও কেউ বাহবা পায়নি।
তখন শয়তান তাকে জিজ্ঞেস করে সে কি করেছে, পরে সে অনেক নিচু গলায় বলে "আমি আজ দুজন স্বামী স্ত্রীর মধ্যে তাদের বিচ্ছেদ হবার আগ পর্যন্ত তাদের রাগ বাড়িয়ে গিয়েছি, হাল ছাড়িনি।" শয়তান তখন তাকে ডেকে জড়িয়ে ধরে বলে তুই আমার যোগ্য সন্তান।
পরিবার একটা সমাজের ভিত্তি। আর আমাদের এই সমাজের মূল ভিত্তিই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্যেই শয়তানের মূল লক্ষ্য ও এই পরিবার। আর কেউ না জানলেও সে জানে ঠিকই সমাজকে কিভাবে ধ্বংস করতে হয়।
ব্রোকেন ফ্যামিলির সন্তান দের কোন কিছুই ঠিক ভাবে হয়না। তাদের বেড়ে উঠা থেকে শুরু করে সব কাজেই কোন একটা সমস্যা থেকেই যায়। হতাশা, কষ্ট থেকে অনেক ক্ষেত্রে তারা মাদকের নেশার দিকে চলে যায়। যার ফলে একটি অচল ভবিষ্যৎ প্রজন্ম তৈরী হচ্ছে।
যে সমস্যা পারিবারিক ভাবে সবাই কথা বলে সমাধান করে ফেলা যায় এগুলো নিয়ে ও অহরহ ডিভোর্স এর কথা শোনা যায়। সামান্য স্যাক্রিফাইস হউতো অনেক পরিবার এর বন্ধন টা বাচিয়ে দিতে পারে। কিন্তু হচ্ছে টা কি?
কোথায় যাচ্ছি আমরা? কি আমাদের ভবিষ্যত?
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৭