প্রথম দর্শনেই লালাখালের প্রেমে পড়েছি তাই একবার, দুইবার না ছুটে গিয়েছি কয়েকবার !! প্রথম যখন যাই বেশ কিছুক্ষন গাড়ী নদীর পাশাপাশি চলছিল বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে নদী দেখা যাচ্ছিল, লালমাটির উঁচু পাড় আর নিলাভ-সবুজ জলের অদ্ভূত সংমিশ্রণ শুধুই তাকিয়ে থাকতেই ইচ্ছা করে। পানির এতও সুন্দর রঙ অন্য কোন নদীর আছে বলে মনে হয় না।
সিলেটের জৈয়ন্তিয়াপুর উপজেলার সারি নদীর উজানের অংশই লালাখাল নামে পরিচিত। কথিত যে, লালাখাল মেঘালয় সীমান্তের যে পাহাড়ের পাশদিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ঐ পাহাড়ে লালাপুঞ্জী নামের গ্রামের নামে “লালাখাল” নামকরন হয়েছে। আসুন এবার সুন্দর এই নদীর কিছু ছবি দেখি ।
পাহাড় থেকে দেখা লালাখাল
লালমাটির পাড়, বালুকাবেলা আর নীলাভ-সবুজ জল
অদ্ভূত সুন্দর পানি, ইচ্ছে করে সারাদিন গা ডুবিয়ে বসে থাকি.....
পাহাড় ঘেঁষে ঘেঁষে একেবেকে চলা নদী !!!
শুধু সৌন্দর্যের আধারই নয়, জীবন-জীবিকারও আচ্ছাদন
জিরো পয়েন্ট, এখানেই লালাখাল বাংলাদেশে প্রবেশ করেছে
কেমন লাগলো সুন্দরী লালাখাল????
====================================================
ছবিঃ মানস চোখ
ক্যামেরাঃ ক্যানন ৫৫০ডি
লেন্সঃ ১৮-৫৫ মি মি
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩