"তুই থাকিস কোথায় বল?"
আমার সামনে দুই পাগল।
"তোর নাম কি আমায় বল?"
আমার সামনে দুই পাগল।
রাজপথে নামতেই আমায় দু’পাশ দিয়ে জাপটে ধরে
শ্বাসরুদ্ধ কন্ঠস্বরে বংশ পরিচয় চাইলো আমার জানতে;
যতোই বলি ততোই তারা আরো জোরে চেপে ধরে বলে-
"বলরে তুই সত্যি করে বল্,তুই করিস কোন দল?
কংগ্রেস, মুসলিম লীগ, নাকি পাক হানাদার দল?
তুই থাকিস কোথায় বল্? আমি মুক্তিসেনার দল।
তোর নাম কি আমায় বল্? আমি রাজাকার আল-বদর।"
একটু পরে প্রসঙ্গ পাল্টে চাইলো তারা জানতে-
"বিদেশ থেকে পারিস কি তুই গোলাপজল আনতে?"
কারন জানতে চাইলে তারা প্রচন্ড এক চাট্টি মেরে
ময়লা দেখিয়ে রাগত স্বরে আমার দিকে চেয়ে বলে-
"যত্তোসব গর্দভ আর হনুমানের দল।
তুই পড়িস কি সে বল্? আমার নাম এরিস্টটল।
তাই না তোকে এত কথা বলছি অনর্গল।"
যা হোক সে ছিল তবু রাজনীতি অঙ্গনে
এরপর তার ভাবভঙ্গি এখন পুরোই গেল পাল্টে,
এক পাগল দৌড় দিল স্লেট আর চক আনতে,
তাই না দেখে আরেক পাগলে, আমার কাছে চাইলো আবার জানতে-
"বল্ তুই হিসেব করে বল্-
প্রথম কবে মিশ্রিত হয়েছিল তেল-জল?"
আমায় হতভম্ব রেখে সে উচ্চঃস্বরে হেসে উঠে বলে,
"তুই একটা আস্ত রামছাগল।"
প্রথম পাগল ফিরলে পরে দুই পাগলে মিলে
আমায় অনেক দেখে-শুনে খানিক পরে বলে-
"তোর কলিজা কয়টা বল্?আছে কি দেহে বাহুবল?
মনের জোর আছে কিনা বল্?তবে সঙ্গে আমার চল।"
আমার সামনে দুই পাগল...
আর, এখন আমি সহ তিন পাগল।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২১