প্রিয় রুপা
তুমি কি কখনো, খোলা আকাশ দেখেছ ? দেখেছো কি, সে আকাশের মেঘ ?
যে কিনা হারিয়ে বেড়ায়, ওই বিশাল আকাশে। আমার ভালোবাসাটা না, ঠিক খোলা আকাশের মতই। আর তুমি হলে, সে আকাশের আবীর মেঘ। যে কিনা আজও হারিয়ে বেড়াই, আমার এই ভালোবাসার আকাশে। চল আজ হারিয়ে যাই, কোনো এক তেপান্তরে। চল না আজ সুখ লুটাই, স্বপ্নহীনাদের ঘরে। জানি মুচকি হাসবে, আর আমায় পাগল ডাকবে। হয়ত আমি পাগল-ই কারণ, হারিয়েছি আমি সব।
আমি কেঁদেছি, হাজারো গভীর রাত। কাটিয়েছি নির্ঘুম রাত, শুধু তোমায় ভেবে।
কত যে প্রহর অপেক্ষা করেছি, শুধু তুমি আসবে বলে ?
খুব ইচ্ছে ছিল হারাবো দু’জন, কোন এক ভালোবাসার দ্বীপে। ভালোবাসার বৃষ্টিতে ভিজবো দু’জন, আর হারিয়ে যাবো তেপান্তরে। সাগরতীরে তোমার পাশে বসবো,জোনাকির আলোয় চাঁদ দেখব বলে। হয়নি তো আর পাশে পাওয়া, দেখা হয়নি তো আর চাঁদ। আমি শুধু কেঁদে গিয়েছি, কাটিয়েছি তন্দ্রাহীন রাত।
তুমি বৃষ্টি দেখতে ভালোবাসতে, ভালবাসতে বৃষ্টিতে আমাকে জড়িয়ে ভিজতে। আর আজ মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমি বৃষ্টিতে ভিজে নিজের কান্না লুকাচ্ছি।
হয়তো প্রতিবারের মতই, এই চিঠিটিও পৌঁছাবে না তোমার হাতে। কারণ আজ আর তুমি নেই, জীবন্তদের ভীড়ে। আজ তুমি অনেক দূরে ।
অনেক অনেক অনেক দূরে।
চিঠিগুলোর স্থান বুকশেলফের ড্রয়ারটিতে, পুরানো খামগুলোর মাঝে। সময়ের সাথে সবকিছুই হারিয়ে যায়, কখনই আর কিছু আসে না’তো ফিরে। তবে তোমার স্মৃতি বেঁচে থাকবে, পুরনো খামগুলোর ভীড়ে।
আমায় আজ বিদায় দাও, হুম! একেবারের জন্যই দিও। হয়তো ক্ষণিকের এই জীবনে, আমারও সময় ফুরিয়ে এসেছে। ওপারে হয়তো সুখেই আছো, তবে ভালো থেকো, হয়তো দেখা হবে তেপান্তরে।
ইতি
তেপান্তরের পথিক ।
উৎসর্গঃ রুপা যে আমাকে চিরতরে একলা করে ফাঁকি দিয়ে চলে গেছে না ফেরার দেশে
মিস ইউ লাভ
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩