তোমায় নিয়ে আজ আবার লিখছি
স্মৃতির ব্যাবচ্ছেদে যদি কিছু খুঁজে পাওয়া যায় ;
নতুন শব্দের আলখাল্লায় পুরনো কিছু কথা -
যে কথা কেউ বলেনি সহস্র বছর ধরে ।
তোমায় নিয়ে আজ আবার লিখছি
নাহ! স্মৃতি হারিয়েছে তার আবেগী যৌবন
যেন বইয়ের ফাঁকে যত্নে রাখা শুকনো ফুলের কঙ্কাল
একান্তে ধারণ করছে পরিশুদ্ধ প্রথম প্রেম ।
নতুন করে তোমাকে আর কি লিখে পাঠাবো?
সবই লিখে গেছেন আমার প্রিয় শত্রুরা তাঁদের প্রেমিকাকে ,
তার চেয়ে বরং আমি তোমায় আশীর্বাদ করি
এই অনাগত বর্ষাটুকু উপভোগ্য হোক দ্বিতীয় পুরুষটির সাথে ।।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩