যদি মৃত্যু এসে ছুঁয়ে দেয়
চন্দন কাঠে পুড়িয়ে ছাই করোনা এ দেহ
এক জীবনে নিজেকে অনেক পুড়িয়েছি
নিকোটিনের নীল ধোঁয়ার আদরে ,
বুকের ভেতরটা ঝলসে যাচ্ছে দিন রাত ধরে ।
যদি ফুরিয়ে যায় এই যাপিত জীবন
মাটির গর্ভে লুকিয়ে রেখো না আমায়
শুধু শুধু নিদর্শন থেকে যাবে একটি পাপের ।
বেঁচে থাকতেই ধর্মকে বহু অবজ্ঞা করেছি
কেনই বা মৃত্যুকালে ধর্ম আমায় আশ্রয় খুঁজে দেবে !
আমার প্রয়াণের পর
বেওয়ারিশ করে রেখো না আমায়
ছুরি, কাঁচির স্পর্শে নিথর শরীরটি বেমানান মনে হবে ।
কিছুতেই এ বুকে ছুরি চালাতে পারবে না ওরা
ওদেরই মত এক সাদা এপ্রন পরিহিতা মাথা রেখেছিল এখানে ।
তারচেয়ে বরং আমায় তোমরা নীল জলে ভাসিয়ে দিও
বিস্তীর্ণ জলরাশিই হবে আমার শবদেহের বাহক
নীল আকাশের পানে তাকিয়ে থেকে আমি হারিয়ে যাবো
এ জীবনে হারিয়ে যাবার বড্ড স্বাদ ছিল
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬