ভারতে বাসে গণধর্ষণের শিকার তরুণীটি গতকাল ভোরে মারা গেছেন । ধর্ষকদের বিচারের দাবীতে সারা ভারত উত্তাল । কিন্তু , ওই ধর্ষিত মেয়ের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয়েছে । তার দাহ অনুষ্ঠানেও মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয় নি । কিন্তু এই একই ঘটনা যদি বাংলাদেশে হত তাহলে কি হত ? সাংবাদিকরাই বা কি করতেন ?? একটু ভেবে দেখা যাক ।
সিটিএন টিভি’র বিশেষ সংবাদ -
সংবাদপাঠিকা – সুপ্রিয় দর্শকমণ্ডলী , আমরা এই মাত্র জানতে পেরেছি যে ২৩ বছরের এক তরুণী বাসে গণধর্ষণের শিকার হয়েছেন । ওই স্পটে এই মুহূর্তে আছেন আমাদের সংবাদদাতা ভুটকি সাহা । আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে ।
ভুটকি সাহা , আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ? ভুটকি ? ভুটকি সাহা ??
ভুটকি সাহা – জি জি আমি শুনতে পাচ্ছি ।
সংবাদপাঠিকা – আমাদের ওই ঘটনার আপডেট দিন ।
ভুটকি সাহা – জি । প্রিয় দর্শক , আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওই বাসের সামনে যে বাসে ধর্ষিত হয়েছেন ২৩ বছরের এক তরুণী । আমাদের অনুসন্ধানে জানা গেছে ওই তরুণীর নাম ‘’ কখগ’’ । তিনি এবিসিডি ভার্সিটির জেড ডিপার্টমেন্টের ৪সেমিস্টারের মেধাবী ছাত্রী ছিলেন । এই দেখুন তার একটি হাস্যজ্জল ছবি । দেখুন এই তরুণীকেই ধর্ষণ করা হয়েছে ।
আমরা এখন বাসের সেই অংশে আছি যে অংশে তাকে ধর্ষণ করা হয় । ঠিক এখানেই । দর্শকরা আরও একবার ওই তরুণীর ছবি দেখে নিন । তাকেই ধর্ষণ করা হয়েছে বাসের এই জায়গায় ।
সংবাদপাঠিকা – ভুটকি , আপনি কি কোন প্রত্যক্ষদর্শীর খোঁজ পেয়েছেন ?
ভুটকি সাহা – জি পেয়েছি , দর্শক আমরা এখন কথা বলবো তার সঙ্গে ।
জনাব প্রত্যক্ষদর্শী , আপনি আমাদের বলুন কখগ কে কিভাবে ধর্ষণ করা হয়েছে ? কয়জন ছিল ?? ওরা যখন তাকে ধর্ষণ করছিল তখন আপনি কি করছিলেন ??
প্রত্যক্ষদর্শী - ................................................
ভুটকি সাহা – সুপ্রিয় দর্শক , আপনি এই মাত্র শুনলেন একজন প্রত্যক্ষদর্শীর কথা ।
সংবাদপাঠিকা – ভুটকি , আপনি কি ওই তরুণীর সাক্ষাৎকার নিয়েছেন ?
ভুটকি সাহা – জি জি , আমি এই মাত্র ওই হাসপাতালে এসেছি , আমি এখন কথা বলবো ভিক্টিমের সাথে ।
এই কখগ , এদিকে তাকাও , এই তোমার ছবি তোলা হচ্ছে । ক্যামেরা ম্যান এদিকে ফোকাস কর ।
ভুটকি সাহা – কখগ , তোমাকে যখন পাঁচ ছয়জন ধর্ষণ করে তখন তোমার ফিলিংস কেমন ছিল ?
তোমাকে তারা কিভাবে ধর্ষণ করে ?
তুমি একটা ডেমো দেখাবে আমাদের দর্শকদের ?
তোমাকে তারা মারে কেন ?
তোমাকে তারা ফেলে দিলো কেন ?
দর্শক আমরা এখন কথা বলছি কখগ এর বাবা এআহ এর সাথে । জনাব এআহ , আপনার কন্যাকে ধর্ষণ করা হয়েছে , আপনার অনুভুতি কি ?
আমরা এখন কথা বলবো ধর্ষিতার মা এর সাথে । মিসেস , আপনার কন্যাকে গণধর্ষণ করে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে , এই বিষয়ে আপনি কি বলতে চান ?
এখন আমাদের ক্যামেরার সামনে এসেছেন ধর্ষিতার ভাই । ছেলে , একজন গণধর্ষণের শিকার মেয়ের ভাই হিসেবে তোমার প্রতিক্রিয়া কি ?
ভুটকি সাহা - দর্শকমণ্ডলী , আপনারা এতক্ষণ দেখলেন , শুনলেন সব কিছু । আমরা কিছুক্ষণ পর পর আপনাদের আপডেট জানাবো । এখন আপনারা দেখুন কখগ এর জীবন নিয়ে তৈরি ডকুমেন্টারি । ধন্যবাদ ।
পোস্টটি নিছক মজা করে দেওয়া । কারো কোন প্রকার অনুভুতিতে আঘাত লাগলে দুঃখ প্রকাশ করার টাইম নাই ।
আমি যে বেঁচে আছি তার প্রমাণ এই পোস্ট । আশা করি আপনারা আমাকে ভুলে যান নাই

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।