অদ্ভুত একটা ইচ্ছে করছে ।
তোমার পছন্দের সাদা শার্ট আর কালো প্যান্ট পরে দেই এক ছুট তোমার বাসার দিকে । ইচ্ছে করে খোলা রেখে দেবো শার্ট এর দুটি বোতাম । চুল গুলো থাকবে উস্কুখুস্ক । ঘড়ি টা হাতে না পড়ে রাখবো পকেটে । আগের মতোই দিকভ্রান্তের মতো ধুলো উড়িয়ে পৌঁছে যাবো তোমার বাসার নিচে । হ্যাঁ , চকলেট , চিপস আর আইসক্রিম আনতে ভুলবো না । আমার অপেক্ষায় বারান্দায় বসে দাঁত দিয়ে নখ কাটবে তুমি । আমি পৌঁছে গেলে ছুটে যাবে চাবি আনতে । তিন তলা থেকে চাবি টা ঢিল মারবে , এক হাতেই লুফে নেবো । সেটা দেখে মুচকি হাসবে তুমি । তারপর দ্রত হাতে গেট খুলে লাফিয়ে চলে আসবো দরজার সামনে । আমার অবস্থা দেখে কপালে ভাঁজ পড়বে তোমার । কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধমকে নেবে । তারপর চিপস , চকলেট আইসক্রিম নিয়ে বলবে দাঁড়িয়ে থাকো পাঁচ মিনিট । আমি থাকবো দাঁড়িয়ে । শাস্তি শেষে মুচকি হেসে শার্ট এর বোতাম গুলো ঠিক করে দেবে । চুল গুলো ঠিক করার জন্য হাত বাড়াবে । কিন্তু আমি সরে যাবো । নাগাল পেতে দেবো না । তখন তুমি কলারে ধরে টেনে নামাবে আমায় । চুল গুলো ঠিক করে দেবে , কপালে ছড়িয়ে দেবে কিছু চুল । তোমার ইচ্ছে মতো । পকেট থেকে ঘড়ি বের করে হাতে পড়িয়ে দেবে । ফাঁকে তোমার ওড়না দিয়ে মুখ ও মুছে নেবো । ইশ রে ,এতো ঘামো কেন ? দৌড়ে আসার দরকার টা কি ? তারপর বলবে , ' ভদ্র মানুষের মতো ঘরে ঢুকছো , ভদ্র ভাবে থাকবে । '' কুটিল হাসি হেসে ভেতরে ঢুকবো আমি । মনের গোপন ইচ্ছেটা আজ পূরণ করেই ফেলতে হবে । যেই না তোমার কানে ফিসফিস করে কিছু বলবো , তখন তোমার হতচ্ছাড়া বোনটা এসে দুলাভাআআআআআই করে চিৎকার মেরে বসবে । যা বাবা । শয়তানটা আজ স্কুলে যায় নি নাকি ? তারপর শুরু করবে বকর বকর । আমি শুনবো আর তুমি বিরক্ত হবে । শেষমেস ওকে পাঠাবে পাশের বাসায় । দুই বোনের ঝগড়া দেখে আমি মিটিমিটি হাসবো । তারপর একাকী কিছুক্ষণ কথা বলবো । কিছু ভালোবাসার মুহূর্ত নিজেদের নামে করে নেবো । তুমি লজ্জাবতী ই হয়ে থাকবে । কোন দিন আর পাশে বসবে না আমার । লজ্জা নারীর ভূষণ , তোমাকে না দেখলে খোদ আমিই জানতাম না ।
দেরী হয়ে যাচ্ছে । তোমার বাবা আসবে । রান্না ও তো করো নি নিশ্চয় ? এই ছোট্ট মেয়েটা যে কি করে এতো কিছু করে কে জানে । যেতে হবে এবার , তাই তো ?
মাথা নিচু করে দরজার দিকে এগিয়ে যাবো । তোমার দিকে তাকাবো না । তোমার চোখে পানি দেখতে পারি না । নিশ্চয় ভাবছ , আবার কবে দেখা হবে ? আসলে আমিও জানি না । সিড়ি দিয়ে একপা দুপা করে নেমে যাবো । সাহস করে একবার তাকাবো । দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছো তুমি । উপরে উঠে তোমার সামনে দাঁড়াবো । গাল বেয়ে পড়া অশ্রু মুছে দেবো । তারপর তোমার চোখের দিকে তাকিয়ে মৃদু সরে বলবো , '' মেয়ে , তোমাকে অনেক ভালোবাসি ''
তোমার আর আমার মধ্যকার দূরত্বটা মাত্র দুইমিনিটের । কিন্তু তোমার দিকে আজ এক পা ও এগোতে পারছি না । দৃষ্টি সীমায় আজ সত্যি ই তুমি নেই । চোখ বন্ধ করলে সব অন্ধকার । মানিব্যাগে রাখা তোমার ছবিটাও মলিন হয়ে এসেছে । তোমার লেখা চিঠি গুলোতে পরেছে হলদেটে ছাপ ।
কিন্তু এই মনে তুমি আজও আছো আগের মত । এই মন আজও তোমাকে এক ই রকম ভালোবাসে । তোমার জন্য আজও কষ্ট পায় । তোমাকে একবার দেখার জন্য আজও হন্যে হয়ে থাকি , শার্ট এর দুটো বোতাম আজও খোলা থাকে । চুল গুলোও উস্কুখুস্কু , হাতে আর পড়ি না ঘড়ি ও । সাদা শার্ট আর কালো প্যান্ট পরনে থাকে সব সময় , যদি একবার , এই চলার পথে যদি একবার দেখা হয়ে যায় ।
আমি থাকতে চাই আগের ই মতো । একদম আগের মতো । ছন্নছাড়া ভাবে । যেন তুমি আমাকে দেখলেই চিনে নিতে পারো । আমি সেই , আমি সেইই ছেলে যাকে তুমি ভালোবাসো । যাকে তুমি ভালবাসতে ।
তুমি বলেছিলে আমি যেন তোমার জন্য অপেক্ষা করি । বোকার মতো আমিও রাজী হয়ে গিয়েছিয়াল । ভেবেছিলাম কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে । তোমার বাবা মা ও মেনে নেবেন । তোমাকেও আর বারবার ঘরছাড়া হতে হবে না , মার ও খেতে হবে না ।
ভুল সিদ্ধান্ত খুব একটা নেই না । কিন্ত কেন যেন মনে হচ্ছে এটা ভুল ছিল । এমন টা করা উচিত হয় নি । দাঁতে দাঁত চেপে এতো কিছু সহ্য করে গেছি , আরও কিছুদিন করলে খুব একটা ক্ষতি হত না । অন্তত এখন যা হচ্ছে ।
সত্যি ই কি ?
--------------------------------------------------------------------
বিঃদ্রঃ স্ট্যাটাস এর প্রতিপাদ্য বিষয়ের সাথে জীবিত , মৃত বা ভবিষ্যতে কেউ জন্মগ্রহণ করবে এমন কারো সাথে মিলে গেলে সে নিজে দায়ী থাকবে ।
প্রথম প্রকাশ ।। ব্যক্তিগত ব্লগ ।।