সত্য কী?
যাহা আমি বিশ্বাস করি তাহাই সত্য।
সত্য অন্মেষণ কী?
আমি যাহা বিশ্বাস করি তাহার পক্ষে যুক্তি খুঁজিয়া বেড়ানো।
ভাল কে?
যে আমার পক্ষে কাজ করে সে।
মন্দ কে?
যে আমার সমালোচনা করে সে।
গড় পড়তা বাঙালীর ইহাই মনোজগৎ। যাহাদের মনোজগৎ এইরূপ তাহাদের বাস্তব জগৎ আর কতটা ভাল হইতে পারে। বিরাট এক আন্দোলন হইল, বিস্ময়কর সফলতা অর্জিত হইল। চারিদিকে শুধু রব উঠিল- চাই, চাই, চাই। ফাঁসি চাই, বিচার চাই, নিষিদ্ধ চাই। কিন্তু কাহাকেউ বলিতে শুনিলাম না সত্য জানিতে চাই।
কারণ ঘটনা যাহাই হোক না কেন, যাহা পাবলিক পারসেপশন তাহাই সত্য।
বহু কাল পূর্বেই কবি গুরু বলিয়া গিয়াছেন -
সেই সত্য, যা’ রচিবে তুমি,
ঘটে যা’ তা’ সব সত্য নহে। কবি, তব মনােভূমি
রামের জনমস্থান, অযােধ্যার চেয়ে সত্য জেনাে।”
তাই আমরা মনোজাগতিক সত্য লইয়াই চলি ব্স্তু জাগতিক চিন্তা আমাদিগকে খুব একটা স্পর্শ করেনা।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৬