সময়ের শেষে; স্মৃতির পাতায় চোখ রেখে-ভাবি
জীবনে চলার পথে কত চেনা-অচেনা মানুষ,
কাটিয়েছি কতইনা তিক্ত মধুর ক্ষণ
স্মৃতির চারণে চর্চিত করে অনুচ্চার্য কিছু কথা !!
আজো দীক্ষিত করে আমার দুটো নয়ন।
দীক্ষিত নয়নে চেয়ে থাকি আসমানে
দেখি মেঘের ঘোমটা টানা চাঁদ
কিংবা দেখি ধু-ধু মরুর বালি;
অনুভবে পাই লু-হাওয়া-বিস্বাদে ভরা জীবন।
তবু আকড়ে ধরে থাকি আপনাদের কিছু কবিতা; বাঁচার কবিতা।
মৃত্যুর জন্য আমি প্রস্তুত আছি,
আসলেই কি প্রস্তুত আছি!!
কই দিনে একবার ত মনেকরিনা মৃত্যুকে আলিঙ্গনের কথা!!
শুন্য থেকে শুন্যে মিশে যাওয়া
স্মৃতি চারণের জন্য জন্ম শুধু উপকরণের মাত্রা।
মাহাজাগতিক সৃষ্টির শ্রোতধারায় আমি ত অধম আছি
শেরজা তপন অগ্রজ-অনুজ জলজ মিশ্রণ
জন্ম আজ আগামীতে হবে স্মৃতি চারণ
জন্মটা শুধু তোমার আমার উপকরণের মাত্রা।
@শুভ জন্মদিন শেরজা_তপন ভাই
(এই লেখাটা ব্লগার “নিবর্হণ নির্ঘোষ” এর পোষ্টের প্রতি উত্তরের মাধ্যমে শেরজা_তপন ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা জানালাম।)