কেমন আছেন সবাই...... অনেক দিন পর পোষ্ট দিতে বসলাম।প্রতিদিন সামুর ব্লগ গুল পড়ে আমি আসলে বাক রুধ্ব। আমি সবার মত করে গুছিয়ে লিখতে পারিনা। তবে কাল হঠাৎ একটা ব্লগে একটা সফটওয়্যর দেখে মনে হল সামু তে এটা শেয়ার করি।
আমরা অনেক আগে দেখেছি একটি ডিভাইস দিয়ে হাত দিয়ে একটি লোক কিভাবে কম্পিউটার কে কন্ট্রোল করে। সেই কনসেপ্ট কে কাজে লাগিয়ে flutterapp নামে একটা কোম্পানী এমন একটা সফট introduce করেছে যা কিনা কোন এক্সটারনাল ডিভাইস ছাড়াই হাত দিয়ে কম্পিউটারের মিডিয়া প্লেয়ার কন্ট্রোল করতে সাহায্য করে।
এই সফট টি ব্যাবহার করার জন্য আপনার একটা ওয়েবক্যাম থাকলেই হবে। আমি আসলে এটা দেখে এতই মজা পেয়েছিলাম যে আমি শেয়ার না করা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না।আশা করি আপনাদের ও অনেক মজা লাগবে।কিছু স্ক্রিন শট দিয়ে দিলাম যা দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে
কি???? মাথা কি খারাপ হয়ে গেছে????
পাগল হইয়েন না ভাই। একবার ইউস করে দেখেন.।.।.।
এইখানে ক্লিকান
ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হল.।.।.।
যত পারেন মজা করেন.। ( নে বাবার এবার নাকে তেল দিয়ে ঘুমা).।।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৫