ধন্যবাদ জানাই ব্লগার ইবনে উপরকে, যে একটু আগে "সমালোচনা ভাল, তবে অশ্লীল ইঙ্গিত শাস্তিযোগ্য অপরাধ...দৈনিক মগবাজারের কান্ড দেখুন।" একটা পোস্ট দিয়েছিলেন। তার লেখার একেবারে কাছাকাছি মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। শনিবার গণবভনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের কাছে ব্যক্তির বিরুদ্ধে অশালীন ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য দেওয়া হয় মন্তব্য করে সেগুলো মডারেশন না করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, “শেখ হাসিনা (প্রধানমন্ত্রী), খালেদা জিয়া (বিরোধীদলীয় নেত্রী), আমি (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব)সহ অনককে নিয়ে ব্লগে অশালীন ও কুৎসিত কমেন্ট করা হয়। যার সঙ্গে বক্তব্যের কোনো সম্পর্ক নেই। দুয়েকটা পত্রিকা নীতিগত ও সম্পাদকীয় নীতি অনুযায়ী অশালীন মন্তব্য ছাপে না। সবাইকে ব্লগ মডারেট করতে হবে।”
ব্লগ এখন অনেকটা পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে, মন্তব্য করেন তিনি।
আশরাফ বলেন, “নিজেদের ক্রেডিবিলিটি ধরে রাখতে ব্লগগুলো মনিটর করুন।”
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর একজন মুখপাত্র বলেন, “আমাদের ব্লগ ও মতামত বিভাগের মন্তব্যে মডারেশন ছাড়া একটি শব্দও প্রকাশ করা হয় না।”
তিনি বলেন, “জনপ্রিয়তা পেতে বিভিন্ন ব্লগের মধ্যে একটি অশুভ প্রতিযোগিতা চলে। এ কারণেই প্রায় সব ব্লগে অশালীন ও মানহানিকর মন্তব্য প্রকাশ হতে দেখা যায়।”
ওই মুখপাত্র জানান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে তাদের সম্পাদকদের এ বিষয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
একমত একমত একমত