আর যাবো না কোথাও। চুপচাপ থেকে যাবো যেখানে আছি
যেমন করে আছি। এইসব বালিহাঁস; পারিজাত পাখি হয়ে
অনেক ঘুরেছি, এখানে ওখানে। শিখে নিয়েছি ওদের ভাষা
স্বরবৃত্ত অক্ষরবৃত্তে তাদের রচনার খেরোখাতায় ডুবে জেনেছি
ওদের ওখানের অন্ধকারের কথা! জেনেছি তুষারের কান্নায়
ওদের ভেসে যাবার, ওদের পথ হারাবার যাবতীয় ইতিহাস।
হাজার মাইল ঘুরে ওরা বুঝে যায় শিকারির ফাঁদ; তবুও
মায়াবী জোছনায় খুঁজে নেয় প্রাণ হারাবার শ্রেষ্ঠ উপায়।
জোছনায় মরণ! আহ্ সে অপার্থিব; আমি অন্ধকারের হাতে
তুলে দিয়েছি সরঘন জোছনা, এখানে থেকেই মরে যাবো।
অন্ধকার তুমি যেদিন জোছনার আঁচল ছোঁবে সেদিন হবে
একটি নতুন রচনাঃ তোমাকে ঘিরে আমার মরণের কথা!