হে প্রাণ ফিরে এসো, এই শবের দেশে
এই পাঁজর ঘেরা জেল হাজতে
ফিরে এসো, ফিরে এসো
একটু জল দাও, আর খুব গভীরে ধীরে ধীরে
বেড়ে ওঠা আগাছায় চালিয়ে দাও তোমার নিড়ানি
অনেক কাল পরিচর্যা হয়নি
এই দেখ কেমন ঊষর পরে আছি
ফিরে এসো বাঁচিয়ে তোলো!
তোমার বৈকালিক ঘুম অনেক হয়েছে 'প্রাণ'
রাত্রি দ্বিপ্রহর কিংবা
রাত ফুরানোর আগেই তোমার হারিয়ে যাবার ...
না না আর অভিমান করো না
ফিরে এসো ফিরে এসো
সব আয়োজন করে ফিরে এসো
গরলে নীল হয়ে পরে আছি
তুমি ফিরে এসো প্রাণ, লিথির জল নিয়ে।
তুমি ফিরে এসো, ফিরে এসো
এই যুদ্ধপ্রবণ অঞ্চলে ফিরে এসো
আমাকে, আমাদের বাঁচিয়ে তোলো
হে অসুখের সুমিষ্ট বাহানা,
তোমার ঘুমের ঘোমটা খুলে
ফিরে এসো আর এখানে বইয়ে দাও প্রাণরস
হে প্রাণের আধার, একমনে আওড়ে যাওয়া
কবিতার প্রিয় পংক্তি!