অতীতের সব স্মৃতি মুছে গেছে মনের টেরাকোটা থেকে
স্রোত সদা বর্তমান তাই স্রোতের কলকল ধ্বনিতে বর্তমানের হাজতে বন্দি
ভবিষ্যতের যে ক্ষীণ রেখা দেখা যায় তাতেও কেমন তির্যক ফাটল
সেই ফাটল গলে রঙিন মাছেরা সব ভেসে গেছে
তাই সুঁচকর্মে নেই কোন জাদু; জাদুর ছোঁয়া।
অন্ধকার; জরায়ুর জঠরে জমে থাকা অন্ধকার আমাকে ছেয়ে যায়
হৃৎপিণ্ডে কালোর ফোট বসন্ত; তার মাঝে গুটিসুটি যৌবন।
পাণ্ডুলিপির পাতায় লিখে রাখা ইচ্ছের দেয়াল লিখনেরা
কান্নায় ভেঙে পড়ে; স্বপ্নের বদ্ধভূমিতে কেবল নোনাজলের হাসি
বহু ত্যাগের নির্মিত মূর্তির বুকে ট্রিগার চেপে ধরি, খুনকরি।
কড়িকাঠের ওপারে সব; এখানে কিছু নেই। কোন স্মৃতি।
ফিসফিস করা বিবেককের লকলকে জিহ্বা ছেটে দিয়েছি
চিন্তা ও মননের দুয়ার থেকে।
পথ্যে আমার অসুখ, অসুখে আমার সুখ
নিজভূমে বসে থাকি আনমনে আপনমনে
দেনা পাওনার হিসেব কসে
চালাই না কারো উপর কর্তৃত্বের তরবারি
জিতি এবং হারি নিজের কাছে।
-- আমার পরম আত্নীয় ''মরণ''
শীর্ঘই ছুঁয়ে যাবে আমাকে
তার হাত থেকে পান করবো, শ্রেষ্ঠতম পানীয়।
মূল কবিতাঃ Best drink; Fuad Attal (Palestine)