Film Name: Revanche (2008) [Austrian Movie]
This is not a Review, it's Something Else ..
সে সময়টায় মাত্র কলেজ শেষ করেছিলাম,
ভার্সিটি এডমিশনের ঝামেলা শেষে অবসর সময়টায় টিউশনি করাতাম,
মগবাজার থেকে হেঁটে হেঁটে ধানমন্ডি ২৭ ।
সন্ধ্যায় যখন ফিরতাম,
সংসদ ভবনের সামনে কতগুলো মেয়ে দাঁড়িয়ে থাকতো ।
আমি ওদের দিকে তাকিয়ে থাকতাম, আমার সবসময় মনে হতো, এখনও মনে হয়-
'কেউ অন্তত স্বেচ্ছায় নগ্ন হয় না'
আমার একটা বন্ধু ছিল, সে সবসময় মানুষকে পচায়ে মজা পেতো, ওর সাথে একদিন সংসদ ভবনের সামনে দিয়ে আসার সময়-
সে একটা মেয়েকে টিজ করার উদ্দেশ্যে বলে- 'লজ্জা লাগে না ? বাসায় কোন বাপ নাই ?'
মেয়েটার চেহারা দেখে বুঝেছিলাম- খুব অপমান গায়ে লেগেছিল,
আমি ব্যাপারটা skip করে যেতে পারতাম, কিন্ত পারিনি ।
গিয়ে 'sorry' বলেছিলাম, আমার ওই বন্ধুর পক্ষ হয়ে, মেয়েটাও কোন প্রতিবাদ করে নাই ।
রেগুলার টিউশনিতে আসা-যাওয়ার কারণে মেয়েটার সাথে প্রায়ই দেখা হতো, ছোটখাটো কথা হতো ।
ওর নাম ছিল 'ফাহিমা'
মেয়েটার বাবা ওদেরকে ছেড়ে চলে গেছে,
মায়ের অসুখ নিয়ে অনেক কষ্টে দিন কাটতো, ঢাকায় মামার বাসায় থাকে,
দুই মাস পাগলের মতো চাকরী খুঁজেছিল, শিক্ষা না থাকায় কেউ আর সার্টিফিকেটে নজর দেয়নি, নজর দেয় শুধু শরীরে ।
মেয়েটাও ভালো করেই বুঝেছিল- এই নিন্ম যোগ্যতায় কোন চাকরীতে গেলে শার্ট-প্যান্ট পড়ুয়া কর্পোরেট পুরুষের হাতেই শরীরটা তুলে দিতে হবে ।
মেয়েটা স্রেফ বিনামূল্যে নিজের শরীরটা তুলে দিতে চায়নি... এটুকুই পার্থক্য ।
টিউশনিটা ছেড়ে দেয়ার পর আর কখনো দেখা হয়নি ফাহিমার সাথে,
ভার্সিটির ফার্স্ট ইয়ারের শেষে একবার মেয়েটা ফোন দিয়েছিল,
ও লেবার ভিসায় সাইপ্রাস চলে যাবে, বিদায় নিয়েছিল ।
মুভি বলতে শুধু পর্দার থ্রিলার, মার-কাট অ্যাকশন আমার ভালো লাগে না,
আমি মুভি পর্দায় একেকটা জীবন দেখতে ভালোবাসি ।
সমাজ স্বীকৃত বেশ্যা নামক মেয়েটারও একটা জীবন থাকে,
ওর জীবনেও কিছু কাহিনী থাকে ।
মুভিটা অনেকটা এরকম, নিখুঁত ঠাণ্ডা ।
একটা দেহ পসারিনীর প্রেম, পরকীয়া আর প্রতিশোধের গল্প এবং এরপর সবশেষে চুপচাপ সাইলেন্স ...
অতিরিক্ত নগ্নতা এবং ভিন্নধর্মী মুভি হওয়ায় কাউকে সাজেস্ট কিংবা রিকমেন্ড করছি না ।
২০০৯ সালে মুভিটা Academy Award for Best Foreign Language Film এ নোমিনেশন পেয়েছিল,
এবং Slant Magazine এর best films of the 2000s এ স্থান পায় ।
যাই হোক,
এখনও যখন বিভিন্ন কাজে ফার্মগেট খামার বাড়ি ক্রস করি,
সংসদ ভবনের মোড় ক্রস করি, আমি তাকিয়ে থাকি-
সেখানে এখন আর ফাহিমা দাঁড়িয়ে থাকে না ।
Download link: Click This Link