জানো, আমি না আমার ভেতর সতের খানা ছবি বুনেছি।
কোন টা দুঃখের মত সাদা, কোনটা রাতের মত রূপালী
কোথাও কালো রং-এ আমার একাকিত্ব, কোনটা আবার স্বপ্নীল।
দুঃখের ছবি, হাঁসি-কান্নার পোর্ট্রেইট, আনন্দ মিছিলের স্কেচ ...
আরো কত রং জমল! কত কথায় মরীচা ধরল!
আচ্ছা বলো তো, ঠিক কত টাকার রং লাগবে আর-
আঠার নং ছবিখানার শেষ দৃশ্যপটে তুলি টানতে?
ইতমধ্যে কালো রং-এর ভীষণ অপচয় হয়েছে
সাদা সাদা আলো গুলো ফুরিয়ে এসেছে। টিউব শূণ্য প্রায়।
আঠের তম পোর্ট্রেইট টা শেষ হলে আমি তোমাকে চাই।
আরো অনেক গুলো দীর্ঘ সরোবরে নীল-সবুজ রং দিয়ে
তোমাকে আঁকব বলে।
শততম ছবি হোক, আশিতম অথবা শেষ ছবিতে
কাঁপা কাঁপা হাতে পেন্সিলের খোঁচায় পাশাপাশি দুটো মানুষ চাই।
পূর্ণতা বা স্বাধীনতা যায় বলো,
কাগজ কিংবা প্রচীন শরীরে জলরং তোমাকে তুলি দিয়ে এঁকে নেব।