আমি একটি বারান্দা'র স্বপ্ন দেখতাম।
দুটো চেয়ার, ছোট্ট একটা টি টেবিলের স্বপ্ন
টুং টাং ডোর বেল, রেলিং জুড়ে সবুজের স্বপ্ন।
উন্মুক্ত চোখে যা দেখব শুধুই অনন্ত নীল......
আমি একটি বারান্দা'র স্বপ্ন দেখতাম।
দু'কামড়ার বদ্ধ ফ্লাটের একমাত্র স্বাধীনতা
যেখানে বাতাস মুক্তি পাবে অস্থিরতম বিকেলে।
আমি একটি বারান্দা'র স্বপ্ন দেখতাম।
যেখানে রোদ্দুর স্নাত কোন অলস দুপুরে ঘুম নামে ঠোঁটে।
ঝড়ো হাওয়ায় চুল উড়িয়ে গান গাইছে কেউ
একমাত্র মুগ্ধ শ্রোতার হাত ছুঁয়ে দেয় শব্দের বেড়াজাল।
মেঘ দেখে কারো মনে ছোটাছুটি পুরনো দিনের স্মৃতি
মন খারাপি মন ভীষণ তৃষ্ণায়, "এই বুঝি সে এল!"
যেখানে বৃষ্টির আগমন শ্রাবণ দেখায়,
গরম চায়ের কাপে উষ্ণ প্রেমে জোড়া বাঁধা বৃষ্টি স্নানে।
বসন্ত বিলাপে কাঁচের অভিমান ভাঙ্গে স্পষ্ট চুম্বনে।
আমি একটি বারান্দা' র স্বপ্ন দেখতাম।
রাত মেললে ডানা, শহরের শত নিয়ন আলোর মায়া কান্না।
দূরের জানালায় চোখ রেখে ভাবা, "এরা কত সুখি!"
জোছনা রাতে চারটে চোখে স্বপ্ন পূরনের চাঁদ,
এই যে, এই দু'কামড়ার আলো জ্বালা জানালায় আমরায় তো আছি!
যেখানে মাঝ রাতে বোকা রাস্তায় দূর পাল্লার বাসের রহস্য ভেদ
যেখানে শীত ভেজা কুয়াশায় একই চাদরে ছিটে ফোটা হাঁসি।
আমি একটি বারান্দা'র স্বপ্ন দেখতাম।
বেলায় অবেলায় স্বপ্ন গুলো হারিয়ে গেছে খেলাচ্ছলে
কেউ প্রশ্ন ছুঁড়ে দেয়নি কেন কাঁচভাঙ্গা নিঃশব্দে!
এবং আমি ভাঙ্গা পাথরের প্রতিচ্ছবি।
খুব বেশি অসমাপ্ত।
তাই আমি একটি বারান্দা'র স্বপ্ন দেখি।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩