কেউ দেশে থাকতে চায় না। তাহলে আমি থাকব কেন? আমিও চলে যাব। ভাবছি, যাব এবার জার্মানীতে। খুব দরকার যাওয়া। এই ব্লগের বিগ বসরা সব জার্মানীতে থাকে। তাদের সাথে দেখা সাক্ষাত না হলে কেমনে কি? যাব, কোলন, হামবুর্গ ও বনে। রাইন নদীর পাশে বসে ব্লগাব। কাসেলেও যেতে পারি যদি খিঁচুড়ী পুরা ঢেলা হয়। জার্মান ভাষা না জানি, তাতে কি? বাংলায় কথা বলব। হ্যান্ড হেল্ড কম্পিউটার দিয়ে কথা বলব। বাংগালীরে ঠেকায় কে?
ইউরোপ যেতে হয় গরমে। শীতে দর্শনীয় জিনিস কম থাকে। তারিখ ফেলেছি ১৪ই জুন। দেখি কি করে কি হয়? টিকেট আজকাল দেখি ই-টিকেট। সমস্যা নেই, ঝামেলাও নেই। পয়সা দিলেই জায়গামতো টিকেট হাজির। আহা, কি যে শান্তি!!!! যাব জার্মানী, দেখি ঠেকায় কে?
... (মাগার টিকেটের পয়সা পাব কই?)
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৭ রাত ৯:৩৫