গত ক'দিন থেকে ধর্মভিততিক লেখা নিয়ে ঝড় দেখে একটা বিশ্বাস আমার মধ্যে আরও প্রবল হলো যে ব্লগে ধর্মভিততিক লেখা পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। ধর্ম অনুশীলনের বিষয়, চাপিয়ে দেওয়ার নয়। কেউ ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, কেউ হিন্দু ধর্ম শ্রেষ্ঠ দাবী করবে-এধরণের মধ্যযুগীয় মন মানসিকতা ও সংস্কারবোধ থেকে বেরিয়ে আসার খুব দরকার। ধর্মের সাইনবোর্ড লাগিয়ে যে লোকজন অপকর্ম করবে এবং এটা যে শেষ যুগের বিশেষ চিন্হ তা ইসলাম ধর্মের শেষ নবী (স

মানুষ ধর্মের আবরণ লাগিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশী অপকর্ম করেছে। ধর্ম নিয়ে যুদ্ধ ও রক্তক্ষয় হয়েছে সবচেয়ে বেশী। সামহোয়্যার ইনে সবচেয়ে বেশী ক্যাঁচাল হয়েছে এই ধর্ম জপে। তাই, আমার অনুরোধ, ধর্মভিততিক লেখাগুলো প্রথম পাতার থেকে সরিয়ে দেওয়ার জন্য। যারা ধর্ম প্রচার করবেন তারা নিজেদের ঘরে ও ব্লগে বসে করেন। যারা শুনবেন বা পড়বেন তারা তাদের ইচ্ছেমতো পড়বেন। না হলে, হয়তো একজন এসে দাবী করবেন তার ধর্মীয় অধিকারে আঘাত হেনেছে। সামহোয়্যার ইনের পক্ষে সম্ভব না সবাইকে সন্তুস্ট রাখা।
তাই, যারা ধর্মভিততিক পোস্ট দিতে চান তারা ডিসক্লেইমার সাইন করে নিজস্ব ব্লগ মেইনট্যাইন করতে পারেন যা কখনও প্রথম পাতায় আসবে না। আশা করি, বিষয়টি নিয়ে সবাই ভেবে দেখবেন। ধর্ম আবেগের বিষয়। বিশ্বাসের বিষয়। কিন্তু চাপিয়ে দেওয়ার বা জোর করে আদায় করার বিষয় নয়। আশা করি, আপনারা আমার সাথে একমত হবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৭ রাত ৮:৪৯