(রাজাকারমুক্ত চিন্তার দিগন্ত)
মুসলমান হিসেবে ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে বাঁচানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। দৈবকারণে ছাএশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালেহীর নাম বের হলেও তিনি একান্ত নিদের্াষ ব্যক্তি। তাকে বাঁচাতে এগিয়ে আসুন আপনারা । যেভাবে আপনারা অক্লান্তভাবে চেস্টা করছেন 71'এর ঘাতক-দালাল রাজাকার জামাতীদেরকে বাঁচাতে ও পূনর্বাসন করতে। আজকের ভোরের কাগজের এই রিপোর্ট একটি মিথ্যে প্রচারণা, তাই না? মুখোশ মাঝে মাঝে পড়ে গেলে দূর্ঘটনাবশত: শিবির-জামাতীদের স্বরূপ বেরিয়ে আসে। কিন্ত মিছিলের আওয়াজে ও ক্ষমতার দাপটে আপাতত: সালেহীকে রক্ষা করা হবে। আজকের ভোরের কাগজে যে রিপোর্ট বেরিয়েছে- এ কি কখনো সত্যি হতে পারে? নীচের রিপোর্টটি পড়ে দেখুন:
"ড. এস তাহের আহমেদ হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের 164 ধারায় দেওয়া জবানবন্দিতে রাবির শিবির সভাপতি মাহবুবুল আলম সালেহীর নাম প্রকাশ পাওয়ায় বিপাকে পড়েছে ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। তারা এটিকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এবং দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের দায়দায়িত্ব অস্বীকার করেছে। অভিযুক্ত শিবির সভাপতিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে গতকাল সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন না। এদিকে তাহের হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকালও ক্যাম্পাসে মিছিল, মিটিং ও প্রতিবাদ সমাবেশ হয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানারে। পুলিশ সূত্রে জানা গেছে, ড. তাহেরের কেয়ারটেকার গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোবেদা খাতুনকে দেওয়া 164 ধারার জবানবন্দিতে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোঃ মহিউদ্দিন ও একই বিভাগের মাস্টার্সের ছাত্র শিবির নেতা মাহবুবুল আলম সালেহীর যোগসূত্রের কথা প্রকাশ পায়। এই জবানবন্দির পরিপ্রেক্ষিতে ড. মিয়া মোঃ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বিভিন্ন কারণে শিবির সভাপতিকে এতোদিন যাবৎ গ্রেপ্তার করা হচ্ছিল না। এর অন্যতম কারণ হলো ক্যাম্পাসে শিবিরের রয়েছে এক বিশাল কমর্ী বাহিনী। তাদের সভাপতিকে গ্রেপ্তার করা হলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষক হত্যাকাণ্ডের সঙ্গে শিবির সভাপতির যোগসূত্রতার সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর গতকাল সকাল থেকে মাহবুবুল আলম সালেহী আত্মগোপন করেছেন। শিবির সভাপতিকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা গতকাল বেলা পৌনে 12টায় এক বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে লাইব্রেরির পশ্চিম চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন, তাহের হত্যাকান্ডের ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার এবং প্রকৃত খুনিদের আড়াল করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা শিবির সভাপতিকে জড়িয়ে বানোয়াট ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। তারা এসবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন"।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:০৬