
আমাদের অফিসের লাঞ্চ ফ্লোরে প্রায় প্রতিদিন দেখা হয় ব্ল্যাক ব্যান্ডের ড্রামার টনি ভাইয়ের সাথে। কখনও আগ বাড়িয়ে পরিচিত হইনি। তবে মাঝে মাঝে খুব ইচ্ছা করত টনি ভাইকে থামিয়ে একটা অনুরোধ করি,ভাই একটা অটোগ্রাফ যোগার করে দেন না, ইমন ভাইয়ের অটোগ্রাফ....
সেটা আর করা হয়নি। সামুতে ঢুকে প্রথমেই যার লেখা সন্ধান করি তিনি হলেন ইমন জুবায়ের। প্রথম প্রথম যখন ব্লগে আসতাম, ইমন ভাইয়ের লেখা দেখলেই প্রিয়তে নেয়া ছাড়া উপায় দেখতাম না। একসময় প্রিয়তে নেয়া লেখার সংখ্যা এতই বেড়ে গেলো, উপায়ন্তর না দেখে অনুসরন করা শুরু করলাম। যখনই কোনো লেখা ছাড়তেন, গোগ্রাসে গিলতাম। ধর্ম,দর্শন, মরমীবাদ নিয়ে তার পড়াশোনা,চিন্তা,গবেষনা অকল্পনীয়। আরও অকল্পনীয় সেসব জটিল বিষয় গুলো অসাধারন দক্ষতায় সবার উপযোগী করে গুছিয়ে লেখার ক্ষমতা। বাংলাদেশে কি আর কখনও এমন কেউ আসবে যে এত সুন্দর করে আমাদের সামনে এই ধর্ম,দর্শন, ইতিহাসের বিষয় গুলি তুলে ধরতে পারবে?? আমারদের তো জানার অনেক কিছু বাকি ছিলো জুবায়ের ভাই।কেনো এভাবে হুট করে চলে গেলেন??
'অভিমান'-গানটার মতই বলতে ইচ্ছা হয়, আমাদের তুমি জাগিয়ে একা কেনো ঘুমালে.....