কিউইদের এ জয় আবারও আমার আমাদের দল নিয়ে এতদিঙ্কার চিল্লাচিল্লিকে আরও আগুন দিল। এই আসরে স্পিনাররাই হবে খেলার নিয়ন্ত্রক। যে যে দলের ভালো স্পিনার থাকবে তারাই যাবে দূরে। আমাদের দল সেটা করেনি। আমাদের দল এশিয়া কাপের সাফল্য ধরে পেস বান্ধব দল নিয়েছে, যেটা কতটা সার্থক হবে ওসি কিউইদের কাছে আমার সংশয় আছে। আমাদের সবচেয়ে বড় সুযোগ এবার পাকিস্তানকে আর অস্ট্রেলিয়াকে হারানোর। কিউইদেরও বলতাম। কিন্তু কিউইরা স্ট্রিট স্মার্ট বলে কথা। তবে এই দুটা গেম আমরা অবশ্যই জিততে পারি যদি আমরা আমাদের স্পিনারদের কাজে লাগাতে পারি।
আমার আলামিনের পেইসে ভরসা এখনও কম। এখানে খুব বেশী রান হবেনা ার আলামিন রান দেবে। আমি দলে ২ জনের বেশী পেইসার নেয়ার পক্ষপাতী না। হয়ত আজকের মত স্পিন বান্ধব পিচ হবেনা, তবু ব্যাসিকালি স্পিনার ফ্রেন্ডলি পিচই হবে এটা নিশ্চিত। আফগানিস্তানের স্পিনাররা প্রমাণ করেছে সেটা। মুস্তাফিজ খেলতে পারলে ম্যাশ ার মুস্তাফিজকেই নিতে চাইব। ার স্কোয়াডে যত স্পিনার থাকে সবাইকে নাও।
সাব্বিরকে দিয়ে স্পিন করানো শুরু হোক।
-সাব্বির
-সাকিব
-রিয়াদ
-সানি
-নাসির
-ম্যাশ
-মুস্তাফিজ
আমার প্রেডিকশন ছিল যেটা কয়ালিফাইং রাউন্ডের খেলা দেখতে দেখতে আরও জোরদার হয়েছে। আমরা যত ভালোই করি আমাদের পেসাররা যত ভালোই করুক, আপনার যদি মনে হয় আমরা এখন সব পিচে এই পেইস অ্যাটাক নিয়ে খেলতে পারবো তাহলে কিছু বলার নাই। পিচ সামান্য স্পিনার ফ্রেন্ডলি হলেই এখনও আমি আমাদের পুরাতন বোলিং অ্যাটাকে ফিরে যেতে চাই ( রাজ্জাক, সাকিব,সানি বা শুভ) সব স্পিনার আর দুইজন নামে মাত্র পেসার। যাদের চেঞ্জ অফ পেইস আছে। যেমন ম্যাশ এবং মুস্তাফিজ। নেক্সট চয়েজ অবশ্যই তাস্কিন। তবে যদি তিনজন পেসার একান্ত নিতেই হয়। আজকের মত পিচ হলে ম্যাশ-মুস্তাফিজ enough!!! period
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৪