সানজিদা প্রীতির "অস্কার" আর আফরান নিশোর অস্কারে বেস্ট এক্টর মনোনয়ন। ভাবতাছেন কয় কি পোলা?... সত্যি ভাই। বাংলাদেশে অস্কার থাকলে আফরান নিশো আর সাঞ্জিদা প্রীতির "কালারফুল" নাটকটা বেশ কিছু মনোনয়ন পেত। শ্রেষ্ঠ অভিন্ত্রী, অভিনেতা আর চিত্রনাট্যকার। link:
নাটকটি দেখার লিঙ্ক।
শ্রমিক নেতা সেলিমদের নতুন মেশিন আসতেছে কাল সকালে। হেলাল ভাই কইছে সুন্দর কইরা মেশিনটারে ফুল দিয়া সাজাইতে। সেলিম বলছে চিন্তা নাই হেলাল ভাই, ফুল নিয়া টেনশান কইরেন না। আমি প্রতিদিন একজনের কাছ থেইকা ফুল নেই। সেলিমের এই ফুলালী আসমা। অন্ধ আসমা থাকে তার নানীর সাথে। আর প্রতিদিন অপেক্ষা করে এক ভদ্রলোকের যে তার কাছে আইসা খালি সাদা গোলাপ খুঁজে, আর টাকা দিলেও ভাংতি নেয় না।
কে জানত ভালোবাসার দিবসের usual cliched রোম্যান্টিক নাটকের মাঝে এরকম কিছুও কেউ দিতে পারে। অভিনন্দন এই নাটক সংশ্লিষ্ট সবাইকে। শমী বিপাশার পরের জেনারেশনের হলেও কত বড় হয়ে গেছে স্পরশের বাইরে ধারাবাহিক দিয়ে নজর কাড়া দিয়ে প্রীতি... জয়া আহসান, অপি করিমের পরে সু-অভিন্ত্রী বলতে এখন তার নামই বলতে হয়। নো অফেন্স, কিন্তু এখনকার কারো নাম নিতে পারছিনা। প্রীতি অল্প কাজ করে আর টিপিকাল নাটকে কাজ একেবারেই করে না। তাই তার কাজ চোখে পড়ে। আর নিশোও সেম। অনেক বেশী ব্যস্ত অভিনেতা হলেও বাকিদের তুলনায় সে তার কাজে বিভিন্নতা আনতে চেষ্টা করে রূপসজ্জা নিয়ে নিরীক্ষা করে। তাই বলে অভিনয়েও সেরাটা দিতে কার্পণ্য করে না। কদিন আগে কোন একটা ধারাবাহিক "থার্ড আই" তে তার অভিনয় দেখে মনে হয় এই প্রজন্মের হিমুকে দেখছি। অথচ এখন আর হিমুকে নিয়ে নাটক হয়না।
বেশী বলবো না। এটুকুই বলবো... "কালারফুল" নাটকটা এখন পর্যন্ত এই ভালোবাসা দিবসের সেরা নাটক। বাকিগুলা দেখে জানাবো।
নাটকটি দেখতে এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৪