দীর্ঘ অপেক্ষা, অজস্র জল্পনা কল্পনা, মাইন্ড ফাক, ব্রেইন স্টরমিং এর পর অবশেষে গতকাল Game of Thrones এর সিজন ৬ এর অফিশিয়াল ট্রেলার "Red Band" মুক্তি পেল। এর আগে বিভিন্ন হাউস নিয়ে খণ্ড খণ্ড টিজার হলেও এই প্রথম ফুল ট্রেলার আসল। তাই হুমড়ি খেয়ে পড়ল জি।ও।ট ক্লাবের সদস্যরা। ২ মিনিটের চেয়ে ছোট ট্রেলারটি থেকে কি হতে যাচ্ছে বুঝতে আমরা অনেকেই ১০-২০বার দেখে ফেলেছি ইতিমধ্যেই। হয়ত ২৪।৪।২০১৬ এর আগ পর্যন্ত আরও অসংখ্যবার দেখা হবে। ট্রেলারে ক্রিস আইজ্যাকের "wicked game" গানটা দেখে আরও মাথা নষ্ট হয়ে গেল। কি পারফেক্ট সং চয়েজ! নতুন করে এই গানটাই কতবার শুনব জানিনা... যাই হোক, আমার এই পোস্টটা strictly for GOT fans, যারা সব কটা সিজন দেখেছেন। কেউ দেখে না থাকলে আর পড়ার দরকার নেই। কারণ এরপর আমি ট্রেলার থেকে সিন বাই সিন ব্রেক ডাউন করা আমার প্রেডিকশন/অনুমান শেয়ার করবো...
তাই (SPOILERS for NON-GOT people)
1. জন স্নো ডেড।
২। মেলিসান্দ্রা তার ভুল বুঝতে পারসে এবং সার ড্যাভসের সহযোগিতায় তার বডিকে ক্যাসল ব্ল্যাকে এনে রিভাইভ করার চেষ্টা করবে। সে জন্য যদি তার জনের কঙ্কালের সাথে সেক্স করতেও হয় সে রাজি। সার এলিসন জনের বডিকে পুড়ায় দিতে সেখানেও বাঁধা দিতে আসলে ড্যাভস ফাইট করে।
৩। সান্সা থিওন পালাতে সক্ষম হলেও আবার বল্টোনের কবলে পড়ে। তখন ব্রিয়ান ের কল্যাণে ছাড়া পায়।
৪। এদিকে ডেনেরিস ডোথ্রাকিদের বন্দিনী হয়ে যায় বহুদিনের জন্য। আবার খালিসী... জোরা আর নাহারিস তাকে খুঁজতে এসে শুধু আংটিটাই পায়। ডেনেরিস, জোরা, নাহারিসের অবর্তমানে মেরিন শহরে সান্স অফ হারপিরা আক্রমন চালায়। বাধ্য হয়ে গদি বাঁচানোর দায়িত্ব নেয় টিরিয়ন ল্যানিস্টার, তাকে পিটে গিয়ে ড্রাগনগুলাকে মুক্ত করতে হয়।
৫। মেয়েকে হারআলেও জেমি নিজেকে হারায়নি, সারসেইকে সামাল দেয় আর মাউন্টেনকে নিয়ে ফেইথ মিলিট্যান্টদের উপর শোধ নিতে ভায়লেন্সের বশবর্তী হয় ক্ষ্যাপা গাভী সারসেই।
৬। মারজারি হাই স্প্যারোর কাছে নিজেকে বিলিয়ে দেয়, কিন্তু টাইরেলরা তাদের বংশের দুই ছেলে মেয়েকে মুক্ত করতে ফেইথে অ্যাটাক করে। তবে ... টাইরেলদের সাথে ফেইথের একটা সমঝোতা হতে পারে। দুই এ মিলে ল্যানিস্টারদের বিপক্ষে এক হতে পারে।
৭। অন্ধ আরিয়া ট্রেইন আপ করে আরও ব্যাড অ্যাস কিছু একটা হয়, তাকে উপর থেকে জাম্প দিতে দেখা যায় এবং তাকে একটা দৃশ্যে আবার স্বাভাবিক দেখানো হয়েছে। তার গল্পটা আরও রহস্যময় হয়ে গেল।
৮। ব্র্যানকে এক সিজন পর পরিণত অবস্থায় দেখা যাবে। তাকে দাঁড়াতে দেখে অবেক হবার কিছু নেই। সেটা শুধুই তার ভিশন হওয়ার কথা। তবে ওয়াইট ওয়াকারদের নাইট কিংকে দেখা যায়। ব্র্যান কি ওয়াইট ওয়াকারদের সঙ্গ নেবে নাকি?
৯। এছাড়া সবচেয়ে আগ্রহ বোধ করছি "টাওার অফ জয়" এর ফ্ল্যাশব্যাকএর প্রতি। নেড স্টারককে ব্যাটেলে দেখা গেছে। সাথে টারগেরিয়ানদের কিংসগারডকেও। আমরা অনেকেই জানি টাওার অফ জয়ের ঘটনা। কেন সেটা এত সিগ্নিফিকেন্ট। গেইম অফ থ্রন্সের বেশ কয়েকটা এপিসোড যদি ফ্ল্যাশব্যাক দেখায় আমার কোন সমস্যা নাই। আই আম অল ইন টু সি ইয়াং নেড, রবারট, রেগার, লিয়ানা, টাইউইনদের...
১০। থিওনের বোন ইয়ারা লেসবো। লেসবো পার্টনারটাকে চিনলাম না। এর মানে গ্রেজয়দের বংশবৃদ্ধি আশঙ্কাজনক।
১১। বল্টনরা সান্সাকে হারিয়ে কিছু মানুষের চামরা ছিলে আগুন ধরিয়ে দিল। তবে বডিগুলা দেখে পরিণত কেউ মনে হচ্ছেনা। আচ্ছা? সিজন ৪ এ রিকনকে আম্বারদের হাউসে পাঠানো হয়েছিল। এমন হতে পারে যে স্টারকদের ব্যানারম্যান কারস্টারক আর এম্বাররা বোল্টনদের দলে ভিড়বে?
http://digtoknow.com/whats-new/videos/game-of-thrones-season-6-official-trailer/
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮