মানুষ হাসানো অভিনয়ের সবচেয়ে কঠিন কাজ - কথাটা মানেন? আমার কাছে সবসময় তাই মনে হয়েছে।
ভিডিওঃ রাত বিরাতে - আফজাল শরীফ
কমেডিতে সংলাপের টাইমিং, বাচনভঙ্গি, হাবভাব, চলনবলন সবকিছুর দরকার আছে। তবে সবার আগে লাগে পান্ডুলিপি, যেটা আজকালকার নাটকে থাকেনা বললেই চলে। কমেডিয়ান হিসেবে বর্তমান নাটকে স্বল্প অভিজ্ঞতায়ই আফজাল শরীফ অকপটে বলে দিয়েছেন এটা। যেটা আমি মনে করি আমাদের নাটকের মানের চরম অধঃপতনের পেছনে দায়ী।
যাই হোক, আজকে "রাত বিরাতে" তে বহুব্রীহির "কাদের" কে পেয়ে আটকে গেলাম। তিনি একে একে শেয়ার করলেন বহুব্রীহি, অয়োময়ে হুমায়ূন আহমেদ স্যারের সাথে কাজ করার অমূল্য অভিজ্ঞতা। বাংলা সিনেমাতেও তিনি বহুদিন অভিনয় করেছেন, এমনকি খল চরিত্রও করেছেন। সে ব্যাপারে তিনি বলেন, বেশিদিন তিনি সেটা করেন নি। কারণ খুব মাইর খাইতে হয়। নায়ক একটা হলে তাও হয়, ২টা হইলে তো কথাই নাই। দু-একটা লাইগাই যায়! এই লোক যে শুধু একজন ভালো কমেডিয়ানই ছিলেন টা না তিনি যে সত্যিমানের অভিনেতা এবং মজা করে গল্পও করতে পারেন তাও জানলাম।
তিনিও খানিকটা দুঃখ করেই বললেন এখন ওনাদের সেভাবে সম্মান দেখানো হয়না। শুনে খারাপ লাগলো খুব।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:০৬