গতবারের আমাদের ব্যাটসম্যানরা প্রেসার নিতে পারে নাই, এবার আমাদের ফিল্ডাররা প্রেসার নিতে পারলনা। ছোট ছোট ২ -১টা ভুল হারায় দিল গেমটা। ছোট ছোট ভুল -
১।আউটফিল্ডে সাধারণ মানের ফিল্ডিং। রিমেম্বার - এটা ছোট গেম। ছোট ভুল এরকম দলের বিপক্ষে মাশুল দিতে হবে। এর আগের ওভারের শেষের দিকে যখন মনে হচ্ছিল ধাওয়ান রিস্ক নিবে, তজখন আল্লাহ্ আল্লাহ্ করতেছিলাম আলামিন অফ স্টাম্পে আরেকটা গুড লেন্থ বল করবে। বল করলো ধাওয়ানের গায়ে যেদিকে সে ফ্লিক করতে পারে। তাই হল। তাস্কিন বলটা ধরতে পারলনা। প্রেশার রিলিজ।
২।রনি-সাকিবের পরপর ২ ওভারে ৩০ গেম বের করে নিল। সাকিব জঘন্য প্রথম ওভার করল। আজকে রনির উপর মুস্তাফিজের মত আস্থা রাখবে ভেবেছিলাম ম্যাশ। স্লিপ সরাইলইনা শুধু, থার্ড ম্যানও দিলনা। ১৪ রান দেয়ার পর তাকে এমনভাবে বসাল যেন সে বাজে বল করেছিল। এরপর ভেবেছিলাম ১৯তম ওভার ওকে দিবে। রনি উইকেট টু উইকেট বল করে, লোয়ার ট্র্যাজেক্ট্রি। যেখানে আলামিন সম্পূর্ণ উলটা।
৩। নাসিরের এত ভালো ২টা ওভার, ৩য় ওভারে সেও প্রথম বলে ফিল্ডারের ভুলের কারণে মনঃসংযোগ রাখতে পারল না দিল লুজ একটা ফুলটস। ফিল্ডিং সবাইকে বুস্ট করে। সৌম্যর ক্যাচটা বিফলে গেল।
৪। শেষের দিকে আলামিন বরাবরই গ্যাম্বলিং মনে হয় ও যত উইকেটই পাক। আমি চেয়েছিলাম নাসিরের মত স্পিনকে। বা এমন কেউ যে পেস কমাতে পারবে বলে। কেননা আজকে কোহলি, ধাওয়ানের অ্যাপ্রচই ছিল স্লগ না করে পেস্কে ব্যবহার করা। যে কারণে খুব তাড়াতাড়ি কিপারকে সামনে আনাটা আরেকটা ভুল ছিল। ওরা তো আমাদের মত গায়ের জোরে খেলতে চায়না। কিপার সামনে আনায় তাদের ভিন্ন কিছুই করতে হয়নি।
ওদের ব্যাটিং স্টাইল ভালমত স্টাডি করে আসলেই হয়ত ভুলগুলা এড়ানো যেত ফিল্ডিং প্লেসিং এ। প্রা একেবারেই ঠান্ডা মাথায় আমাদের এক্সট্রা এফরট করতে গিয়ে ভুলের জন্য অপেক্ষা করেছে। আমাদের উচিত ছিল টাইট দিয়ে ওদের ভিন্ন কিছু করানোর চেষ্টা করা। আমরা ওদের ফিড করেছি।
৫। পিচ ব্যাটিং ের জন্য খুবই ভালো ছিল। ওদের মতো আমরাও স্পিনের উপর বেশী নির্ভর করতে পারতাম যখন আমাদের হাতে রিয়াদ ছিল। তাই রনির ওভারটা আরও ভোগাচ্ছে আমাকে। আমার দারুণভাবে মনে হচ্ছে রনির জায়গায় তখন নাসির/রিয়াদকে আনলে আজকে রেসাল্ট অন্যরকম হত। ছোট ছোট জিনিস বিশাল আকারে ধরা দেয়।
৬। সাকিব বাজে বল করেছে প্রথম ওভারে+ ফিল্ডারদের সহায়তা পায়নাই। আউটফিল্ডিং দেখে মনে হয়েছে আমরা সারাদিন ফিল্ডিং করেছি। ডাইভে টাইমিং নাই, ক্যাচ ধরতে যাওয়ার চেষ্টা, যখন ৪ বাঁচালেই বিরাট লাভ সাথের ফিল্ডারটা পুরাই ওয়েস্ট।
পরপর ২ বার পারলাম না। ইনশাল্লাহ ত্রিতিয়বার পারবো। ব্যাপার না।
যখন এশিয়া কাপ টি-টুয়েন্টি করা হল, তখনই কিন্তু ভারতকে চ্যাম্পিয়ন ধরে নিয়েছিল প্রায় সবাই। আর আমরা গনার বাইরে। ৯ নাম্বার টিম আফগানিস্তানের উপরে ছিলাম মনে হয়। এশিয়া কাপে প্রমাণ করলাম আমরা এখন পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে বেটার টিম। সুতরাং ওয়ানডের পরে এখানেও বিরাট উন্নতি দেখা গেল। তার মানে আমরা বেশ তাড়াতাড়ি শিখতে পারি। তাই আমাদের আরও ম্যাচ দাও। আমাদের বাইরে তোমাদের দেশে খেলতে ডাকো। আমরা আমাদের পুরাটা ঢেলে দিব। এবং আল্লাহ্ চাইলে পারফর্মও করবো। Give Us The Bloody Chances to Improve guys!!!!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৪