জোস একটা সাক্ষাৎকার। মাশরাফির জীবনীর লেখক সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় এসেছিলেন ইয়ং নাইট প্রোগ্রামে। চমৎকার কিছু প্রশ্ন, চমৎকার কিছু উত্তর। দেবব্রত সোজাসাপ্টা বেশ গুছিয়ে কথা বলেন বলে শুনতেও ভালো লেগেছে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের বেশ কাছ থেকে দেখেছেন তিনি বোঝা যায়। তার কথা শুনে তার লেখা বইটা পড়ে দেখার আগ্রহ জন্মালো। অল্প সময়ে বেশ জমজমাট কিছু প্রসঙ্গ উঠে এসেছে -
ভিডিওঃ মাশরাফির বই
ভিডিওঃ ক্রিকেটাররা কি প্রেম করছে?
১। ফাইনালের দিন মাশরাফির জন্মদিন। তার মানে বুঝতেই পারছেন কতটা অর্থবহ হবে যদি কাল আমরা ইনশাল্লাহ জিতে যাই।
২। মাশরাফির ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয়ভাবে আসার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছেনা। ধর্মপ্রাণ এই তরুণ দেশের রাজনীতি নিয়েও বেশ ভাবেন তবে কোন দল করেন সে ব্যাপারে মুখ খোলেন নি দেবব্রত।
৩। এরপরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রেম ভালোবাসার প্রসঙ্গ এলে দেবব্রত বলেন এটা কোন ব্যাপার না, ভারতের মত আমাদের তরুণরাও শোবিজের কারো সাথে প্রেম করতেই পারেন, যার যার ব্যাপার। তবে প্রকাশ্যে জানা দেয়ার মত সিরিয়াস কিছু পর্যন্ত না গড়ালে তারা মুখ খুলবেন না এ ব্যাপারেও তিনি কনফিডেন্ট।
এই! বাংলাদেশ দলের একজন প্রেম করছে শোবিজের কারো সাথে। এই দুই সাংবাদিক ইঙ্গিতে বুঝালো তারা জানেন, কিন্তু এখানে বলবেন না।
৪। রমিজ রাজা বলে ঢাকায় পুলিসি পাহারায় ঘুরে বেড়ায়। শুনে মজা পেলাম। তবে আশা করছি দেশের ভাবমূর্তি নষ্ট করার মত কিছু কেউ করবে না। তাতে আমাদেরই ক্ষতি। আর যাই হোক, তারা আমাদের অতিথি।
৫। আতাহার আলী খান প্রসঙ্গেও চমৎকার কিছু কথা বললেন তিনি। আগের প্রজন্মের ঐ খেলোয়াড়দের আমরা আসলেই সেই মঞ্চ দিতে পারিনি, তা হলে ওনারাও কম সুদর্শন প্রতিভাবান ছিলেন না। শুধু তখন আমাদের কেউ পাত্তা দিত না। আর এখন তামিমের সাথে শহীদ আফ্রিদির ছেলে মেয়ে ছবি তোলে, অটোগ্রাফ নেয়।
৬। সব শেষে বাংলাদেশ দলের কালকের ম্যাচের দলগঠন এবং সম্ভাবনা নিয়েও বললেন... নাসিরকে কেন দলা নেয়া হয়নি, সমর্থকদের চাওয়া আর বাস্তবতা...
খুব ভালো লাগলো। ওনাকে আরও বেশী বেশী টেলিভিশনে দেখতে চাই। আর হ্যাঁ, মাশরাফির বইটা কিনে পড়েছেন কেউ? আমি তো এবার মেলাতেই যাইনি।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩