ছাত্রলীগের এবার উচিত ছাত্র শিবিরের কমিটির মধ্যে মিশে যাওয়া যা পরবর্তী বিপ্লবে কাজে লাগবে।
এর জন্য আপনাদের এখন যা যা করতে হবে,
নিয়মিত জামাতের সহিত নামায পড়তে হবে
রিপোর্ট বই মেইনটেইন করতে হবে । রোজ করে কাজ সম্পাদন করে টিক দিতে হবে।
কোরআন হাদীস পড়তে হবে এবং পরীক্ষা নিবে সিলেবাস অনুযায়ী
প্রেম করা যাবে না
টাকনুর উপর প্যান্ট পরিধান করতে হবে
সিগারেট খাওয়া যাবে না
সিজি ৩.৭ আউট অব ৪ থাকতে হবে নাহলে সন্দেহে পড়ে যাবেন
বায়তুল মাল দিতে হবে
বাংলাদেশের যত শিবিরের সাথী এবং সদস্য পদবাহী আছে তাদের চিনতে জানতে হবে
শহীদ না হলেও আপনার মধ্যে যে হওয়ার তামান্না আছে তা দেখাতে হবে
সামনে জয়া আহসান থাকলেও মাটির দিকে তাকিয়ে কথা বলতে হবে
সপ্তাহে দুই চারবার মিটিংএ আপনাকে জবাবদিহি করতে হবে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী
দায়িত্বশীলদের সামনে কোন মেয়ের ফোন আসলেও রিসিভ করা যাবে না
মেয়ে পড়ানো যাবে না
শাইখ সাইয়েদ আবুল আ'লা মওদুদী সাহেবের কোরআনের তাফসীরগুলো নিয়মিত পড়ছেন এমন ভান করতে হবে।
মোবাইলে কোন উল্টাপাল্টা ভিডিও রাখা যাবে না কারণ ধরা খেলে কট।
উঠতে বসতে সালাম দিতে হবে
গত সপ্তাহে কি কি কোরআন হাদীস জানলেন তা আবার পরের সপ্তাহে পরীক্ষা দিতে হতে পারে।
নিয়মিত দায়িত্বশীল এবং আপনার উপর যাদের দায়িত্ব তারা কি সব কাজ সঠিকভাবে করছে কি না তদারকি করতে হবে।
সাংগঠনিক সিদ্ধান্ত এলে প্রয়োজনে আওয়ামী লীগ কিংবা ছাত্র লীগের ভিতর ঢুকে তাদের পদও দখল করতে হবে।
যদি এমন হয় তাহলে আপনার আর টেনশন নেই। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন।
আস্তে আস্তে প্রস্তুতি নিন। আরো কিছু কাজ রোজ করতে হবে। সেগুলো বললে সিলেবাস একটু জটিল হয়ে যাবে।
১. ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৩ ০
সন্দ্বীপের অল্প মানুষই ক্রিমিনাল; বেশীরভাগ মানুষ ভালো।