আমাদের আন্দোলন ভারতের বিরুদ্ধে নয় । স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের আন্দোলন কোন প্রতিবেশীর বিরুদ্ধে নয় । এই আন্দোলন, আবারো বলছি ‘ভারত হঠাও’ এই আন্দোলন কেবলি ভারতের আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে ।
শ্রীলঙ্কা গার্ডিয়ানের প্রতিবেদন মতে, শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে মালদ্বীপ এবং বাংলাদেশের মতো শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন।
সম্প্রতি দেশটির বিমানবন্দরে ভিসা প্রসেসিংয়ে ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ করে। সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা দাবি করে শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে। এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরের এই ঘটনার মধ্য দিয়ে।
এক আন্দোলনকর্মী গণমাধ্যমকে জানান, ‘আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই। সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোরভাবে প্রতিবাদ চালিয়ে যাব।’
ভারতের আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে আমরা একা না । রয়েছে তাদের নিজেদের ই সেভেন সিস্টার্স, মালদ্বীপ , শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, চীনসহ আরো অনেকে
সবার সম্মিলিত প্রচেষ্টায় ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চায়, অন্যদের পিছনে বাঁশ দিয়ে নিজেদের তালগাছ আমার স্বভাব থেকে বেরিয়ে আসুন ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১