ভাগিনা বাবাকে ডাকে ব্যাএএএআ, আর মাকে ডাকে ম্যাএএএআ ৷ সেদিন ঝুনঝুনি দিলাম ৷ আধো হাতে স্পর্শ করে অনেকটা বিরক্ত হয়ে ফেলে দিলো ৷
.
অতপর একটা কাঠি চকলেট ধরিয়ে দিলাম ৷ একটুও মুখে নিলো না ৷ বরং চকলেট হাতে ধরে কাঠি মুখের ভিতর দিয়ে চুষছে ৷
.
সুন্দরী খালা তাকে কোলে নিলো ৷ ভাব যেনো আই ডোন্ট কেয়ার ৷ কতক্ষণে কোল থেকে নেমে হামাগুড়ি দিবে সে খেয়াল নিয়ে বসে আছে ৷ শুধু মায়ের কোলে উঠার জন্য পাগলপ্রায় থাকে ৷
.
প্রথম যেদিন তাকে খেলনার পিস্তল কিনে দেওয়া হয়েছিলো সেটি সে সবার আগে নিজের অস্ত্রের দিকে তাক্ করেছিলো ৷ সেটি দেখে বাসার সবাই হেসে লুটোপুটি খাচ্ছিলো ৷ একি কান্ড ৷
.
পিচ্চি ভাগিনার সবকিছুর প্রতি এমন অবজ্ঞা এক প্রকার দুশ্চিন্তার কারণ হয়ে দাড়ালো ৷ শুধু টিভির রিমোট ফেলে দিয়ে সে ক্ষান্ত হয় না তার থেকে ব্যাটারি বের করে দুটো দুদিকে ফেলে দেওয়া নিত্যদিনের ঘটনা ৷
.
যা হাতে দেয় তা ই সে ফেলে দেয় কিন্তু একদিন তাকে শখ করে একশ টাকা হাতে দিলাম ৷ কারণ আমি নিশ্চিত সে বই পুত্তর খাতা কলম কাগজ সব ছুড়ে ফেলে দেয় ৷ টাকাও ফেলে দিবে ৷ তারপর তো আমার টাকা আমার কাছে চলে আসবে সুতরাং এতো টেনশনের কিছু নেই ৷
.
আবার চিন্তা করলাম ভাগিনা তো আর টাকা চিনে না আর নিজের টাকা নিজের নিজের কাছে ফিরে আসবে যখন এক হাজার টাকা ই হাতে দিই ৷ তা দেখে বোনও খুশি হবে ৷
.
ওম্মা! যেই টাকা দিলাম পাওয়ার সাথে সাথে হাতের মুঠোয় এমন ভাবে ধরে আছে কোন ভাবে ছাড়ছে ই না ৷ একটু কাতুকুতু দিলাম কাজ হলো না ৷ আজকে অন্যদিনের মতো হাসেও না ৷ উল্টো টাকাটা আরো খামচে ধরে আছে ৷
.
আম্মু আব্বু সবাই বললো, বাবা খেলনাটা নাও টাকাটা আমাদের দাও ৷ কোন ভাবেই কাউকে দিবে না ৷ এর আগে কখনো সে টাকা দেখেছে বলে মনে হয় না তবুও দেখা মাত্রই কিভাবে যেনো সে বুঝেছে এটাই আসল জিনিস ৷
.
মায়ের কোলে উঠার জন্য যে রোজ কান্নাকাটি করতো সে আজ কোলে ই উঠবে না ৷ পায়ের উপর পা তুলে এক হাজার টাকা আরো জোরে মুঠো করে ধরে বীরের মতো বসে আছে ৷
.
উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত, 'তুমি বাবা বড় হয়ে বিল গেটস্ হও দোয়া করে বাসা থেকে বের্ হয়ে চলে আসলাম ৷'
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৭