সম্মানিত সহ ব্লগারগণ, চলুন ঘুরে আসি আততায়ী আলতাইয়ার নামের এই লেখা চোর ব্লগার এর পাতা থেকে! এই চোরের ব্লগ পাতায় ঢুকলেই হেডারে দেখতে পাবেন - এখন মাস্টার্স শেষ বর্ষে আছি। বই পড়া, খেলাধুলা, গান শোনা, মুভি দেখা ও গেমিং অনেক ভালো লাগে। বেশ কয়েকটি শখের কথা উল্লেখ করলেও প্রধান শখের কথা অবশ্য তিনি উল্লেখ করেন নি। অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেয়া যে উনার প্রধান শখ এই কথাটা লিখতে হয়ত উনি ভুলে গিয়েছিলেন।
নিজের পরিচয় অংশেও লিখে রেখেছেন ভুল কিছু ইনফো! এখানে তিনি লিখেছেন - এই পৃথিবীতে আমার প্রশ্নের কোন অন্ত নেই, কেবল উত্তর খুজে বেড়াই, কখন খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাই আর না পেলে দুই এ দুই এ চার মিলিয়ে নিই এখানে লেখা কথাগুলো একটু উলট পালট করে লিখলেই বরং বাস্তবসম্মত হত। এই পৃথিবীতে লেখার বিষয়বস্তুর কোন অন্ত নেই, কেবল লেখার জন্য নিজের ভিতর কিছু থাকতে হয়! যেহেতু নিজের ভিতর কিছু নেই তাই দুই এ দুই চার মিলিয়ে অন্যের লেখা কপি করে নেই।
বাংলাদেশের অনলাইন জগতে লেখা চুরি এখন অনেকটা মহামারির পর্যায়ে চলে গিয়েছে। অন্যের লেখা নিজের নামে চালিয়ে দিয়ে বাহবা কুড়ানো যেন খুব সাধারণ একটি বিষয় হয়ে গিয়েছে। ব্লগারদের লেখা ইচ্ছামত নিজের নামে চালিয়ে দিচ্ছেন তথাকথিত ফেসবুকাররা। এই চুরির খেলায় সদ্য যোগ দিয়েছেন আমাদের মাননীয় সেলফি মন্ত্রীও! সেলফি মন্ত্রী অবশ্য লেখার নিচে কালেক্টেড নামের এক অদৃশ্য লেখকের নাম নিয়েছিলেন। আমাদের সহ ব্লগার বিলিয়ার রহমান কয়েক মাস আগে ধারাবাহিক পোস্ট করেছিলেন ব্লগারদের লেখা চুরি হয়ে যাওয়া নিয়ে। এবার একটু মুদ্রার উল্টো দিকে নজর দেয়া যাক। আমাদের এই মহা গুণী চোর ফেসবুকের লেখাগুলো ব্লগে নিজের নামে চালিয়ে দিয়ে মহা জ্ঞানী সেজে বসে আসেন।
এই মহাজ্ঞানী চোর ব্লগে পোস্ট করেছেন ৮৫ টি। যার অধিকাংশ লেখাই অন্যের টাইম লাইন থেকে চুরি করা। সম্প্রতি উনি একটি সিরিজ লেখা দিয়ে যাচ্ছেন উসমানীয়া খিলাফত নিয়ে। যার একটি লাইনও উনার নিজের লেখা না। উনার নিজের লেখা না হলেও নির্লজ্জের মত নিজের নামে চালিয়ে যাচ্ছেন। লেখা চোরের ভাগ্যে আবার নির্বাচিত পাতায় লেখা স্থান পাওয়ার পুরুস্কারও পেয়েছেন। ধারাবাহিকভাবে এই লেখা চোরের চুরির প্রমাণ উপস্থাপন করছি।
"অটোমানদের অ্যাড্রিয়ানোপল জয়" সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত শিরোনামে প্রথম পর্বের লেখা ছাপা হয় ২৫ শে মে, ২০১৭ সালে। চোর এই লেখাটা সংগ্রহ করেন Prince Muhammad Sajal এর পহেলা এপ্রিল ২০১৬ এর লেখা থেকে। Prince Muhammad Sajal এর লেখার লিঙ্ক - ফেসবুকে সজল এর লেখার লিংক
এই সিরিজের দ্বিতীয় পোস্ট সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ২ আসে ২৭ শে মে, ২০১৭ সালে। মুল লেখাটি সজল লিখেন এপ্রিল ৪ ২০১৬ সালে। মুল লেখার লিংক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ২ এর মুল লেখা
প্রথম দুই পোস্টের সাফল্য চোরকে অনুপ্রাণিত করে সিরিজের তৃতীয় লেখা খুব দ্রুত পাবলিশ করতে। ২৮ শে মে চোর সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৩ শিরোনামে সিরিজের তৃতীয় লেখা পোস্ট করেন। সিরিজের এই পর্বটি নেয়া হয় একই লেখকের এপ্রিলের ৮ তারিখের পোস্ট থেকে। লেখার মুল লিঙ্ক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৩ মুল লেখার লিঙ্ক।
সিরিজের চতুর্থ পোস্ট
লেখা চোর ব্লগারের লেখার লিংক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৪
মুল লেখার লিঙ্ক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৪
সিরিজের পঞ্চম পোস্ট -
লেখা চোর ব্লগারের লেখার লিংক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৫
মুল লেখার লিঙ্ক - সুলতান প্রথম মুরাদ - উসমানীয়_খিলাফত - ৫
সিরিজের ষষ্ঠ পোস্ট -
লেখা চোর ব্লগারের লেখার লিংক - সুলতান প্রথম মুরাদ(শেষ) - উসমানীয়_খিলাফত - ৬
মুল লেখার লিঙ্ক - সুলতান প্রথম মুরাদ(শেষ) - উসমানীয়_খিলাফত - ৬
সপ্তম পোস্ট -
লেখা চোর ব্লগারের লেখার লিংক - সুলতান বায়েজীদ দ্যা থাণ্ডারবোল্ট - উসমানীয়_খিলাফত - ৭
মুল লেখার লিঙ্ক - সুলতান বায়েজীদ দ্যা থাণ্ডারবোল্ট - উসমানীয়_খিলাফত - ৭
অষ্টম পোস্ট
লেখা চোর ব্লগারের লেখার লিংক - নিকোপলিসে ক্রুসেড-সুলতান বায়েজীদ দ্যা থাণ্ডারবোল্ট-উসমানীয়_খিলাফত - ৮
মুল লেখার লিঙ্ক - নিকোপলিসে ক্রুসেড-সুলতান বায়েজীদ দ্যা থাণ্ডারবোল্ট-উসমানীয়_খিলাফত - ৮
অন্যের লেখা চুরি করে পুরো সিরিজ চালিয়ে যাচ্ছেন তিনি। আবার কমেন্টে ধন্যবাদ গ্রহন করছেন। অনেক স্টাডি করে লিখছেন বলে দাবি করা হচ্ছে। নির্লজ্জতার ছোট্ট একটি উদাহরণ নিচে দেয়া হল ।
অনলাইন চুরির মহামারিতে ব্লগারদের লেখার উপর যতটুকু আস্থা ছিল, এই ধরনের চোরেরা ব্লগারদের খাতায় নাম লিখিয়ে ব্লগারদেরও চোরের কাতারে নামিয়ে দিচ্ছে। ব্লগ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই চোরের সকল লেখা মুছে দিয়ে চোরের ব্লগ পেইজ আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৫