অনেকদিন হয় ব্লগে নিয়মিত আসা হয় না। নতুন পোস্ট কিংবা অন্য কারো লেখায় কমেন্ট দেয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে ব্লগার কোটা থেকে নাম কাঁটা যেতে পারে। তাই পুরানো কাসুন্দি নতুন বোতলে ঢুকিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করলাম। চলুন আজ সামুর কিছু বিখ্যাত পোস্ট দেখে আসি। এই সকল বিখ্যাত পোস্টগুলো সামুর পেজে আর শোভা পাচ্ছে না। কিছু দুষ্টু ব্লগার এর যন্ত্রণা আর বেরসিক মডুদের জন্য পোস্টগুলো সামুর পেইজ থেকে উধাউ হয়ে গেছে। তবে ওয়েব আর্কাইভ খুব যত্ন করেই রেখেছে এই রত্নগুলোকে।
বিখ্যাত পোস্ট মিথিলাকে ছাড়া শুরু করাটা অন্যায় হবে। যার ব্লগের পাতা খুললেই দেখা যেত চমৎকার কিছু শব্দমালা! ব্লগের হেডারে লিখেছিলেন , " আমি এ পৃথিবীর খুব সাধারণ এক বাসিন্দা । যার চাওয়া-পাওয়ার মধ্যে তফাৎ কম । তবে এখন আর স্বপ্ন দেখি না । কারণ আমার হাতে স্বপ্ন দেখার মত পর্যাপ্ত সময় নেই।" আরও লেখা ছিল আশার বাণী - " ভাগ্যকে মেনে নিয়ে ভালভাবে বেঁচে থাকার মধ্যে প্রকৃত সুখ । জীবনে ঝড় আসবে আবার ঝড় থামবে । তাই বলে আমরা কি অসহায়ের মত প্রকৃতির কাছে আত্মসমর্পন করবো ??? কখনোই না, আসুন সংগ্রাম করি হাজার কষ্টে থাকলেও কাউকে বুঝতে দিবো না কষ্টে আছি!!!" নিউইয়র্কের হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া একজন ব্লগার মিথিলা। মিথিলার আবেগ মাখা লেখাগুলো ব্লগারদের মনকে আদ্র করে তুলেছিল। হঠাৎ একদিন সংবাদ এল মিথিলা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন অজানায়। ব্লগ জুড়েই নেমে এল বিষাদের ছায়া। কিন্তু কিন্তু কিন্তু মৃত্যুর চেয়েও আরও ট্র্যাজিক কিছু অপেক্ষা করছিল ব্লগারদের জন্য। মিথিলা ট্র্যাজেডির বিস্তারিত জানতে হলে ঘুরে আসুন এই পোস্ট থেকে।
লিংকঃ মিথিলা ট্র্যাজেডির বিস্তারিত
মিথিলার ব্লগ আইডি - মিথিলা
মিথিলা নাটকের রচয়িতা - মাহমুদুল হাসান রুবেল এর ব্লগ - মাহমুদুল হাসান রুবেল
আমরা বাঙ্গালীরা যে প্রচণ্ড হিংসুটে তা সামুর ব্লগারদের দিকে তাকালেই কিছুটা আঁচ করা যায়। ২০০৬ সালেই চিকিৎসা শাস্ত্রে নোবেল জয় করতে পারত সামুরই একজন ব্লগার। কিছু হিংসুটে ব্লগারদের জন্য তা আর হয়ে উঠে নি। বলছিলাম ব্লগার হাবিব মহাজন এর কথা। মাথাব্যাথার সঠিক কারণ উদ্ভাবন করে তিনি রীতিমত আলোড়ন তুলেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার গবেষণাকে প্রায় এপ্রুভ করে দিয়েছিলেন। গবেষণালব্ধ সেই পোস্ট - যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ।
চিকিৎসা শাস্ত্র থেকে চলুন অন্য গবেষণার দিকে একটু নজর দেই। বিখ্যাত বল্গার ইয়াজিদ সিকান্দার জ্বীন এর অস্তিত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁর করিয়েছিলেন। কিন্তু প্র্যাক্টিকেলি প্রমাণ করে দেখাতে পারেন নি, জ্বীন উপস্থিত করতে না পারার কারণে। বল্গার S M Shovon এই কাজটি করে দেখিয়ে ব্লগে সেলিব্রেটির মর্যাদা পেয়েছিলেন।
লিংক - জ্বীন হাজির ও বশীভূত করার একটি সহজ ও নিরাপদ নিয়ম দুর্বল চিত্তের লোকেরা চেষ্টা করবেন না।
সাবধানতা ঃ একা একা বাসায় ভুলেও এই কাজটি করবেন না। জ্বীন উপস্থিত হলে সমস্যা নেই। কিন্তু পরী উপস্থিত হলে ঝামেলায় পরে যাবেন। একেবারে কোয়েকাফে তুলে নিয়ে যেতে পারে।
জ্বীন পরী বাদ দিয়ে চলুন আবার বিজ্ঞানের কাছ থেকে ঘুরে আসি। ঘুরতে ঘুরতে কনফিউসড হলে কিন্তু চলবে না। সব সময় মনে রাখবেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। অবাক হলেন! অবাক হবার কিছু নেই। বল্গার মাহবুব রোকন সেই ২০১১ সালেই প্রমাণ করে গেছেন যে সূর্য পৃথিবীর চার দিকে ঘুরছে। বিখ্যাত সেই পোস্টের লিংক - সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছে
অস্কার, নোবেল অনেক অনেক পুরস্কারের সাথেই তো আপনারা পরিচিত। চিকনমিয়া মাইনাচ পুরস্কারের নাম কি কখনো শুনেছেন? যারা এই পুরস্কারের সাথে পরিচিত না তারা চলুন ঘুরে আসি সামুর ২০০৮ সালের সময়কালে। বিখ্যাত চিকনমিয়া কর্তৃক প্রবর্তিত এই পুরস্কারের ভাগ্যবান বিজয়ী হয়েছিলেন বল্গার আলেকজান্ডার ডেনড্রাইট। আলেকজান্ডার ডেনড্রাইট তার বিখ্যাত পোস্ট- জাফর ইকবাল বাঙ্গালী জাতিকে কি দিয়াছেন? এর জন্য। সেই সময়কার ব্লগাররা ভক্তিভরে মাইনাচ প্রদান করে আলেকজেন্ডার সাহেবকে সেই পুরস্কার পাওয়ার পথ সুগম করে দিয়েছিলেন। যদিও সেই বিখ্যাত পোস্টের কোন কপি অয়েব আর্কাইভ এ খুঁজে পাওয়া যায় নি। ব্লগার দু-পেয়ে গাধ অবশ্য ঐ পোস্টের ব্যাকআপ কপি পোস্ট দিয়েছিলেন। সেই বিখ্যাত পোস্টের লিঙ্ক - জাফর ইকবাল বাঙ্গালী জাতিকে কি দিয়াছেন?
চিকন মিয়া পুরস্কারের লিঙ্ক - চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮ EXCLUSIVE!!! (ফানপোস্ট)
জীন পরী বিজ্ঞান নিয়ে কচকচানি তো অনেক হল এবার একটু রূপালি পর্দার দিকে নজর দেয়া যাক। রূপালি পর্দার কথা আসলেই যার নামটা সবার আগে উচ্চারিত হবে সে আর কেউ নয় বিখ্যাত জলকণা আফা। শাহরুখ খান কে নিয়ে উনার করা সেই বিখ্যাত পোস্ট পড়ে চোখে পানি আসে নি এমন ব্লগার হয়ত খুঁজে পাওয়া যাবে না। উনার পোস্টের আবেগ এতটাই ছিল যে সেই আবেগে ভেসে গিয়েছিল ব্লগের মাইনাস বাটন। জলকণা আফার পোস্ট থেকে অনুপ্রেরণা নিয়ে আরও একজন ব্লগার আবেগে ভাসিয়ে ছিলেন সামুর হোমপেইজ। চলুন দেখে আসি সেই বিখ্যাত পোস্ট - স্বপ্নের শাহরুখ খান মাতিয়ে গেল বাংলাদেশ
বিখ্যাত বল্গারদের কথা আসবে আর সেখানে স্যার জাকারিয়া এর কথা আসবে না এমনটা কখনোই হবার নয়। আজকে যে আমরা ব্লগিং করতে পারছি তার সিংহভাগ অবদান এই জাকারিয়া স্যারের। উনার কম্পিউটার নিয়ে ভাবনা জাগানো পোস্টটা এখনো আমাদের ভাবিত করে। চলুন ঘুরে আসি স্যারের বিখ্যাত পোস্ট থেকে - কম্পিউটার
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১