সামহোয়্যার ইন ব্লগে আমাদের সকলের প্রিয় ব্লগার আমিনুর রহমান গুরুত্বর অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে আছেন। ব্লগের সবার কাছে দোয়া প্রার্থনা করছি যাতে খুব দ্রুত আমিনুর ভাই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।
এই মুহূর্তে আমিনুর ভাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সিসিইউ তে আছেন।
মহান আল্লাহ্ তায়ালা উনাকে দ্রুত সুস্থ করে দিন।
--------------------------------------------------------------------------------
আপডেটঃ
কাল্পনিক_ভালোবাসাঃ
ব্লগার আমিনুর রহমান ভাই শারিরীক অবস্থা এখন আগের চাইতে কিছুটা ভালো। সকালে ডাক্তারে সাথে কথা বলার পর জানা গেল, গতকাল রাতে প্রাথমিক ভাবে যে ম্যাসিভ হার্ট এর্টাকের ধারনা করা হয়েছিল, তা ম্যাসিভ না হলেও প্রায় খারাপের দিকে যেতে পারত এমন একটা এর্টাক ছিল। ডাক্তাররা জানিয়েছেন Anteroseptal Myocardial Infarction জনিত একটা কারনে তাঁর হার্ট পর্যাপ্ত রক্ত পাচ্ছিল না ফলে হার্টের কিছু টিস্যু বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ধারনা করা হচ্ছে তাঁর হার্টে ব্লক জনিত কারনে রিং পড়ানোর প্রয়োজন হতে পারে। যদিও ক...াল রাতে ডাক্তাররা প্রাথমিক ভাবে মেডিসিন দিয়ে ব্লক দূর করার জন্য একটি ইনজেকশন দিয়েছেন। এই বিষয়ে বিভিন্ন পরীক্ষা করার পর আগামীকাল জানা যাবে তাঁর হার্টে রিং পড়ানোর প্রয়োজন আছে কিনা। এখন যদিও তিনি কিছুটা ভালো আছেন, সুস্থ আছেন তারপরও পুরো বিপদমুক্ত হবার জন্য আরো বেশ কিছু সময় দরকার।
হাসপাতালে তাকে ccu তে রাখা হয়েছে, যেখানে ভিজিটর এলাউড না। তাই যদি দুর থেকে কেউ দেখতে আসতে চান, সেটা মেবি না আসাই ভালো। যদি এসেই পড়েন, সেখানে হাসপাতালের নিচে আমাদের কয়েকজন ব্লগার আছেন, তাদের সাথেও চাইলে যোগাযোগ করতে পারেন। প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।
নাইট রিডার আজ সকালে ডিউটি ডাক্তারের সাথে কথা হল, উনার anteroseptal MI বা এক ধরনের হার্ট এটাক হয়েছে যাতে হার্টের একটা আর্টারী সম্ভবত left anterior descending artery তে ব্লক থাকে, ব্লকেজটা ঠিক কোথায় বা কত পার্সেন্ট তা এনজিওগ্রাম না করলে বোঝা যাবেনা, ব্লকের চিকিৎসা হিসেবে thrombolysis (মেডিসিন দিয়ে ব্লক রিমুভ করা) ইতিমধ্যেই গতকাল রাতে করা হয়ে গেছে। এখন ব্লকের সাইট, পার্সেন্টেজ আর মেডিসিন দিয়ে কতটুকু রিমুভ হল তার উপর ডিপেন্ড করবে রিং পড়াতে হবে নাকি না। উনার শরীরের গুরুত্বপূর্ণ সব প্যারামিটার ভাল আছে
Sam Rahman
আমিনুর রহমান জেসন ভাই আপডেট, শুক্রবার সকাল সাড়ে ১০.৩০ টা। বিন্দাস আছেন। ঘুমাচ্ছিলেন, আমি যেয়ে ধাক্কা দিয়ে দিয়ে উঠাইলাম! হাসি মুখে আমাকে সাক্ষাৎকার দিলেন, ছবি ও তুললাম। উনার এন্টেরো ইনফিরিওর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হইসিল! এখন কোয়াইট স্ট্যাবল। আগামীকাল তার প্রফেসর ডিসিশান নেবেন এন জি ও গ্রাম লাগবে কি না। সবাই ওনার জন্য দোয়া করবেন! ভাবী অন দ্য ওয়ে, আড়াইটার মাঝে এসে পৌছুবেন!
বি.দ্র.: উনার এখনকার ডিউটি ডাক্তার সেইই সুন্দরী!আল্লাহ না করুক দ্বিতীয় কুনু দূর্ঘটনার জন্য কতৃপক্ষ দায়ী নহে!!
বিস্তারিত শীঘ্রই জানানো হবে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৫