প্রিয় ব্লগার “ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার স্নিগ্ধ শোভন । তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো, জানতে চাইবো তার ব্লগিং অনুভুতি। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
প্রিয় ব্লগার আর দেরি নয় আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আপনাদের সকলের প্রিয় ব্লগার স্নিগ্ধ শোভন । পুরো ব্যাপারটাই লাইভ।
আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমি নিজেও।
সামহোয়্যার ইন ব্লগের আমরা যারা নিয়মিত ব্লগার তাদের সবার কাছেই উপরোক্ত কথাগুলো কম বেশি পরিচিত। হ্যা, উপরের লাইনগুলো নেয়া হয়েছে আমাদের প্রিয় ব্লগার স্নিগ্ধ শোভন ভাই এর নিয়মিত ব্লগারদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পোস্ট " অন্তরঙ্গ আলাপন" থেকে। আমন্ত্রিত অতিথিকে জ্বলন্ত, উত্তপ্ত একটি হট সিটে বসিয়ে নিজে সঞ্চালকের আসনে অনেক সানন্দে বসে বসে দেখে থাকেন প্রশ্নবাণে জর্জরিত আমন্ত্রিত ব্লগারকে। গোপন সূত্র থেকে আমরা যতটুকু জানতে পারি, আমন্ত্রিত অতিথি ব্লগার যখন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পরতেন তখন তিনি মনের সুখে মিটিমিটি করে হাসতেন। তাই ব্লগারদের গণ দাবির মুখেও উনাকে অন্তরঙ্গ আলাপনের সঞ্চালক থেকে হট সিটে বসানো সম্ভব হয়ে উঠেনি। কিন্তু আমাদের হাতে হঠাৎ সেই সুবর্ণ সুযোগটা চলে আসে। শোভন ভাই তার জন্মদিন উপলক্ষে হট সিটে বসে আমাদের সাক্ষাৎকার দিতে সম্মত হন। এতদিন পর যেহেতু আমাদের হাতে সুযোগ এসেছে। তাই পোস্টের ধরণে আমরা কিছুটা পরিবর্তন এনেছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই অন্ত- রংগ আলাপনে।
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
প্রিয় ব্লগার “ অন্ত- রংগ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি অনিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমরা আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ অধারাবাহিক “অন্ত- রংগ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার স্নিগ্ধ শোভন। তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে কিছুটা সংযত এবং প্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। প্রাসংগিক বিষয় ব্যাতিত যে কোন ফান জাতীয় প্রশ্নকে আমরা স্বাগত জানাই। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো, জানতে চাইবো তার ব্লগিং অনুভুতি ( লুলানুভুতি সম্পর্কেও প্রশ্ন আসতে পারে )। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
প্রিয় ব্লগার আর দেরি নয় আপনার প্রিয় ব্লগারের না জানা কথার উত্তর জানাতে আপনাদের সাথে এখন অনলাইনে আছেন আপনাদের সকলের প্রিয় ব্লগার স্নিগ্ধ শোভন । পুরো ব্যাপারটাই লাইভ ( না )।
আর অবশ্যই ভুলবেন না অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ এবং ফান ব্যাতিত সিরিয়াস প্রশ্ন আসলে সেটাকে গলা টিপে মারতে উপস্থিত আছি আমরা।
শুভ জন্মদিন প্রিয় স্নিগ্ধ শোভন ভাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।
কৃতজ্ঞতাঃ আমিনুর রহমান ভাই এবং ডি মুন ভাই।
পোস্ট আপডেটঃ শোভন ভাইয়ার জন্মদিন উপলক্ষে এহসান সাবির ভাই এর কবিতা।
আমাদের শোভন কাটবে না কেক
এটা তার সত্যিকারের জন্মদিন
নেই কোন ফেক।
আমাদের শোভন ক্ষিরা না শসা?
গুন গুন গান গায়
যেন সে-ই মশা
গান শুনে তার, পালায় যে কুকুর
পাখি সব করে রব
'মারো তারে মুগুর'
আাজ চালাবে সে ছুরি শসার বুকে
থাকুক সে আমাদের মাঝে
ভালোবাসা আর সুখে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪২