শীত সকালে কুয়াশা মুড়িয়ে পাওয়া আলো কে বোঝে
এইতো মাঘ পৌষে যেমন লাগে ভালো,সে যে খোঁজে।
প্রশ্নের তৃণ ঝড় আসে কতটা ভালো থাকি, এই রোজ?
সবখানে এই যে আমার আমার করে জলপ্রপাতের উত্তর।
শূন্যতার ভেতর নিঃসঙ্গ রাতদিন অন্তহীন বিস্তারের ক্ষণে,
হারাচ্ছি বর্তমান ভবিষ্যৎ আলো লীলার নিত্য অন্তরঙ্গে।
এই ঘুম একদিন শেষ হবে জোনাকির অন্ধকার শিকলে,
ক্ষ্যাপা সময়ের হলুদ ঘাসে ফুলের প্রদীপ জ্বলে টিমটিম
এই লগ্নে মৌন প্রার্থনায় প্রতীক্ষায় সারাক্ষণ প্রবাহমান,
খোঁচা খোঁচা আনন্দ ধানের উঠোন পড়ে থাকে ম্রিয়মাণ।
মনে হয় আরও একবার খুলে বলি সব পুতুল বেলা খেলা,
জীবন সুতোয় সুতোর কাঁথায় আঁকে ঋতু, যখন নিঃসঙ্গ
তাঁতির রেশম জাগেনি। আর আমি এক বৃদ্ধের সিঁড়িতে সে
চোখ হারানো ফানুস খুঁজি, এক অ-অঙ্কুরিত স্ফটিক নীলে।
ছবিঃ ডায়মন্ড হারবার
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১