নীলচে দেয়াল,
চারটা স্বপ্ন, ছাদটা এখনো ছুঁইনি।
চিতার সোপান,
পিয়াসী প্রাণ, রাতটা এখনো কাটেনি।
তুমি শুন্যবৈরি অপার ভোর
রাঙিয়ে ঊর্ধ্বাকাশে তোল।
যেন কবেকার দীঘল দ্বার
শাণিত পরিতাপ ভুলো।
নগরেরও প্রান্তে এক অন্তিম নতমুখ
আবছায়া তার যেন প্রবাসী মৌনসুখ।
দুর সাগরে চোখ মেলে আছে চাতক
এখনো কিছু পায়নি।
তার বিস্ময় বন্দরে মরীচিকা মিছে দেখে
তীরে ভিড়েছে জাহাজ গোধূলির আলো মেখে,
শীতল মনে নাম না জানা তৃষ্ণা হয়তো
নিজেই ক্লান্ত।
স্বপ্নের বনে কত না বলা কথা বুনেছে
শিখার প্রান্ত।
তবুও বনফুল ফুটছে অবিরত
তার দুঃখটা কেউ বোঝেনি।
জলের বিলাস, ভোলানো যত্ন
তুমি মধুময় হয়ে কভু জাগোনি
তাই আজও চিতার সোপান,
পিয়াসী প্রাণ, রাতটা এখনো কাটেনি।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮