লেখালেখির শুরুটা কবিতা দিয়ে, গত কয়েকবছর যাবত বই বের করব করব করেও আর হয়ে উঠেনি। আর পরিকল্পনা ছিল কবিতার বই ই প্রকাশ করব। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকা আর সম্ভব হয়নি। এ বছরের মাঝামাঝি উপন্যাস লেখা শুরু করেছিলাম অনেকটা খেয়ালের বশে, কিন্তু শেষ অব্দি সেটা আর খেয়ালে থাকেনি এটা একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সব কিছু ঠিক থাকলে মেলার শুরুর দিকেই পাওয়া যাবে বইটি। স্টল ও প্রকাশনী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আশা করি সাথে থাকবেন।
রাতপৌষালী- বইয়ের ফ্ল্যাপ থেকেঃ
ছেলেকে বিয়ে করিয়েছেন নিজে মেয়ে পছন্দ করে। লোভ যে একটু ছিলোনা সেটা বলা যাবেনা, চেয়রাম্যানের মেয়ে, এমন ঘরে সম্বন্ধ করে নিজের ক্ষমতাটা একটু বাড়াতে চেয়েছেন শহীদ মেম্বার।
লোভ আর অপরাধ যখন মিলেমিশে দৈনন্দিন জীবনের পথচলায় একটু বেশিই প্রভাব ফেলে সেটা মহামারী আকার ধারন করতে বেশিদিন সময় লাগেনা। যে মেয়েকে নিজের বংশের আলো বাড়াতে একদিন সন্ধ্যায় ছেলের বৌ করে ঘরে তুলেছেন, আজ তেমনি এক সন্ধ্যায় তারই জীবন প্রদীপ নিভিয়ে দেয়ার পরিকল্পনা করছেন।
এদিকে সমীরের উপর গ্রামবাসির অনেক ভরসা, গাঁয়ের মেয়েদের শহরে চাকরি দেবার নামে অনেককেই চাকরি দিয়েছিল, তবে তা কি ধরনের কেউ কখনো জানলো না, জিজ্ঞেস করলে এটা সেটা বলে পাশকাটিয়ে যায়। মেয়েগুলোর জীবন আর স্বাভাবিক হয়নি কখনো।
একদিন যখন এই খোলসটা ধরা পরে আশেপাশের দশগ্রামের সবচেয়ে সন্মানিত ব্যাক্তি মনু মিয়া সাহেবের কাছে, তখন সে খোলসের শেষ রুপটাও দেখেন তিনি, এর পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সব পাপেরই পরিণতি বলে একটা কথা আছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০